সম্প্রীতির বাংলায় মসজিদের খাদেম পার্থসারথি বসু, ইমাম মাওলানা আখতার...

আসিফ রেজা আনসারী


কবি জীবনানন্দ দাশ লিখছেন––

কে বলে হিন্দু বসিয়া রয়েছে একাকী ভারত জাঁকি?

-মুসলমানের হস্তে হিন্দু বেঁধেছে মিলন-রাখী;

আরব মিশর তাতার তুর্কী ইরানের চেয়ে মোরা

ওগো ভারতের মোসলেমদল,- তোমাদের বুক-জোড়া!

ইন্দ্রপ্রস্থ ভেঙেছি আমরা,-আর্যাবর্ত ভাঙি

গড়েছি নিখিল নতুন ভারত নতুন স্বপনে রাঙি!

                -নবীন প্রাণের সাড়া

আকাশে তুলিয়া ছুটিছে মুক্ত যুক্তবেণীর ধারা!

(হিন্দু-মুসলমান,ঝরা পালক)


ভারতবর্ষ এমনই একটি দেশ যেখানে নানা জাতি–ধর্ম এবং বর্ণের মানুষের এক অদ্ভুত মিলন ও সম্মিলনে গড়ে উঠেছে একটি পূর্ণাঙ্গ সভ্যতা ও স্বকীয়তা। এখানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন একে অপরের সঙ্গে যুগযুগ ধরে মিশেছেন অবলীলাক্রমে। ভাষা–ধর্মের বিভেদ ভুলে একে অপরের হাতে হাত রেখেছে আর সেভাবেই গড়ে উঠেছে এক সভ্যতা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারাই এদেশে এসেছেন এ দেশের আবহাওয়া, জলবায়ুতে মিশে গিয়ে তারা অন্যদের থেকে হয়ে উঠেছেন স্বকীয় এবং অনন্য। ধর্মীয় গণ্ডির বাইরে ভারতীয় সমাজ ব্যবস্থায় বিবর্তিত হয়েছে বহু মানুষ। এটাই দেশের রীতি এবং পরম্পরা। তাই ঐতিহাসিকরা বলেন, 'ভারতবর্ষ বিবিধের মাঝে মিলন'।

Pic: Caretaker Partha Sarathi Basu, Photo by ANI
সমাজের সাধারণ মানুষের কাছে যা কিছু তুচ্ছ, সেই সব কিছুকেই রাজনীতির কারবারিরা বড় ইস্যু করে তোলেন।আর তার ফলেই হয়েছে দেশভাগ হয়েছে, দেশ দেখেছে রক্তক্ষয়ী দাঙ্গার পরিবেশও। তারপরেও দেশের যে চিরায়ত ঐতিহ্য এবং সহাবস্থান–এর পরিবেশ ছিল তা কোথাও গিয়ে ভেঙে যায়নি। তার দৃষ্টান্ত পাওয়া যায় দেশের আনাচে-কানাচে। কোথাও মন্দির রক্ষা করছেন মুসলমান বা শিখরা, কোথাও বা মসজিদের খাদেম বা সেবায়েত হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ। এভাবেই নজির সৃষ্টি করেছে দেশ।

পশ্চিমবঙ্গেও এমন উদাহরণ দেখা যায়। সম্প্রতি আলোচনায় উঠে এসেছে একটি মসজিদ। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি মসজিদকে প্রায় অর্ধশতাব্দী ধরে দেখভাল করছেন পার্থসারথি বসু। বারাসতের কাছে নবপল্লীর একটি মসজিদের নাম আমানতি মসজিদ। আরবি শব্দ আমানত–এর নামে কারও কাছে কিছু জিনিস গচ্ছিত করে রাখা। সে আমানত রক্ষা করে চলেছেন মধ্যবয়স্ক পার্থসারথি বসু এবং ফ্যামিলি। তিনি শুধু মসজিদের দেখভাল করেন না, রমযান মাসে প্রায় শ'খানেক রোযাদার মুসলমানের সঙ্গে ইফতারেও শামিল হন পার্থসারথি বসু। তিনি বলেন, আমি হিন্দু হিসাবে গর্বিত যে অন্যদের পাশে থাকতে পারি। অন্যদের কাছে ভরসা লোক হয়ে উঠতে পেরেছি। মানবিকতাই আসল ধর্ম মনে করেন তিনি। 

Mr. Basu in front of the mosque
অন্যদিকে মসজিদের ইমাম মাওলানা আখতার জানান, বসু পরিবারের সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। কোনদিনই মনে হয়নি তারা একে–অপরে অন্য ধর্মে বিশ্বাসী। তিনি বলেন,  মানবিকতা, ভালোবাসা শান্তি ও সম্প্রীতি দেশের ঐতিহ্য এবং চিরায়ত ইতিহাস, তাই প্রতিদিন প্রস্ফুটিত হয় এখান থেকে। ইমাম জানান, তিনি ১৯৯২ সাল থেকে এখানে নামায পড়ান। বসু পরিবারকে নিজের বলেই মনে করেন। বসু পরিবারও তাই মনে করেন। তাইতো মসজিদ চত্ত্বর পরিষ্কার করা হোক বা অন্য কাজ, সবেতেই হাত লাগান পার্থসারথি বসু।একটি রাজনীতিক দল যখন বিদ্বেষ ছড়াচ্ছে, তখন এমন উদাহরণ সমাজকে দিশা দেখাতে পারে।এমনটাই বলছেন স্থানীয়রা।

Post a Comment

1 Comments

  1. The Best Casinos in North America - MapYRO
    Best Casinos in 하남 출장샵 North America · Las Atlantis · Las Atlantis 순천 출장안마 Casino Resort · 진주 출장마사지 Hard 남양주 출장안마 Rock Hotel & Casino · Hollywood Casino at 대구광역 출장마사지 Charles Town Races · Casino Niagara · Harrah's Niagara Falls

    ReplyDelete