বেঙ্গল মিরর ডেস্ক: একাধিক দাবিতে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন বা ডিএমই অফিসে ডেপুটেশন দিল রাজ্যের প্রধানশিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত “বিকাশ ভবন চলো অভিযান” নামে কর্মসূচি ছিল সংগঠনের। রাজ্যের সরকার পোষিত ও সরকারি-সহায়তা প্রাপ্ত হাইস্কুল এবং হাইমাদ্রাসার প্রধানশিক্ষক-শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস–এর এই কর্মসূচিতে বহু শিক্ষক অংশগ্রহণ করেন। দাবি প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, আমরা শিক্ষকরা দেখতে পাচ্ছি নানান সমস্যা আছে শিক্ষাপ্রতিষ্ঠানে। সেগুলির সমাধানের দাবিতে মূলত সভা ও ডেপুটেশন দেওয়া হয়।
![]() |
স্মারকলিপি প্রদান করছেন শিক্ষকরা |
চন্দন মাইতি আরও বলেন, আমাদের দাবি কর্মক্ষেত্রে প্রধানশিক্ষক- শিক্ষিকা–সহ সবার নিরাপত্তা সুনিশ্চিত করা, স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে সকল শূন্যপদে নিয়োগ, শিক্ষা বহির্ভূত কাজ থেকে অব্যাহতি, প্রধানশিক্ষক–শিক্ষিকার দীর্ঘদিনের বেতন-বঞ্চনার অবসান, কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা, রাজ্য স্বাস্থ্য স্কিম–এর আওতায় অন্তর্ভুক্তি, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা শিক্ষা সংসদে নিয়মিত নির্বাচনের দাবি জানানো হয়েছে।এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনে একটি বানান ভুলের জন্য ১,০০০ জরিমানার বিরোধিতা করা হয়।
এ দিন শিক্ষকরা সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনের শেডের তলায় অবস্থান করেন। শেষে পদযাত্রা করে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেয়।এরই মধ্যে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে মধ্য শিক্ষা পর্ষদের সচিব অধ্যাপক সুব্রত ঘোষের হাতেও স্মারকলিপি দেওয়া হয়।দাবি না মানা হলে আরও বড় আন্দোলনের আগাম বার্তা দেন শিক্ষকরা।
0 Comments