বেঙ্গল মিরর ডেস্ক: এর আগে প্রকাশ্যে মুখ খুলেছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু পরিবারের অন্যতম সদস্য চন্দ্র বসু। ভোটার তালিকায় নাম সংশোধনের উদ্দেশ্যে এসআইআর-এর ধরন নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। সাধারণ মানুষকে লাইনে দাঁড় করানোকে এক প্রকার হয়রানি বলে দাবি করেছিলেন একসময়ের বিজেপি নেতা। তাকে নির্বাচন কমিশনের নোটিশ ধরিয়েছে এ নিয়ে এর সমালোচনা করলেন চন্দ্র বসু।
নিজের ফেসবুক বার্তায় নেতাজি পরিবারের এই সদস্য লেখেন, আমি কোনো ভুল করিনি বা কোনো কারণ ছাড়াই ২০০২ লিঙ্ক করার জন্য কলামটি খালি রাখিনি। ২০০২ সালের EC দ্বারা প্রদত্ত তালিকা SIR 'গণনা ফর্ম' পূরণ করার সময় আমার নাম প্রতিফলিত করেনি- তাই আমাকে এটি খালি রাখতে বলা হয়েছিল। পরে 'গণনার ফর্ম' জমা দেওয়ার পর- আমার নাম ২০০২ SIR-এর অন্য তালিকায় পাওয়া যায়। আমি এই তথ্য আপডেট করার জন্য অনুরোধ করেছিলাম - কিন্তু স্পষ্টতই এটি সম্ভব হয়নি। 'গণনার ফর্ম' আপডেট করার মাধ্যমে সম্পূর্ণ বিভ্রান্তির এই পুরো পর্বটি এড়ানো যেত। কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ছাড়াই তাড়াহুড়ো করে করা একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থা ধ্বংসের কারণ! যাইহোক- শুনানির জন্য আমাকে ডাকা হয়েছিল তাতে আমার কোনো সমস্যা ছিল না-কিন্তু বয়স্ক ভোটারদের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়া দেখে আমার একটা সমস্যা আছে। একটি কার্যকর ব্যবস্থা ভোটারদের এ ধরনের অসুবিধা এড়াতে পারত। আশা করি পরের বার SIR পরিচালিত হবে - এটি আরও পেশাদার পদ্ধতিতে করা হবে। জয় হিন্দ!

0 Comments