নিজস্ব প্রতিবেদক: শরীরচর্চা আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ। শরীরচর্চার মাধ্যমে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে থাকে। এই লক্ষ্যে বেলডাঙ্গায় হিলফুল ফুজুল চাইল্ড অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ দিনে দেশের ৭৭ তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের পর শিশুদের খেলাধুলা চলতে থাকে। বিশেষ আকর্ষণীয়ভাবে দেখা যায় শিশুদের মধ্যে উত্তেজনা। যে খেলাগুলো এদিনে হয়, তার মধ্যে অন্যতম হল একশো মিটার দৌড়, পঞ্চাশ মিটার দৌড়, বস্তা দৌড়। বিশেষ মজার মধ্যে দেখা যায় অঙ্ক দৌড়, মার্বেল গুলি দৌড়, খেলা চলাকালীন অভিভাবক দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
![]() |
| বিশেষ মূহুর্ত। |
খেলা শেষে ছাত্রদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় লাফ দড়ি খেলায় প্রথম স্থান অধিকার করে ফেরদৌসি খাতুন, দ্বিতীয় স্থান অধিকার করে আসিয়া খাতুন, এবং তৃতীয় স্থান অধিকার করে আফরিন সুলতানা, সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান, অ্যাকাডেমির শিক্ষক সাগির আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য সাকিল আহমেদ, এছাড়াও সুমনা ম্যাম ও রাজিয়া ম্যাম প্রমুখ। প্রধান শিক্ষক সোহেল রানা জানান আমরা সাফল্যের সহিত খেলা শেষ করতে পেরেছি তার জন্য আমরা আনান্দিত এবং আপ্লুত।

0 Comments