গ্রন্থাগারিকদের পেশাগত মর্যাদা ও ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন

বেঙ্গল মিরর ডেস্ক: গ্রন্থাগারিকদের শিক্ষকসমতুল্য মর্যাদা, পেশাগত সমস্যা এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অনুপ্রেরণাদায়ক ভূমিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হল ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, কলকাতার টাকি বয়েজ হাই স্কুল প্রাঙ্গণে। সম্মেলনের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ বিদ্যালয় ও মাদ্রাসা গ্রন্থাগারিক সমাজের উদ্যোগে। সম্মেলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শক্তি শঙ্কর সিংহ মহাপাত্র। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সামসুল আলম। সম্মেলনে বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক গ্রন্থাগারিক, শিক্ষাবিদ ও আগ্রহী প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রধান বক্তা তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ব বিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের অধ্যাপক ড. সবুজ কুমার চৌধুরী, তিনি তাঁর বক্তব্যে গ্রন্থাগারিকদের কেবল তথ্যসংরক্ষক নয়, শিক্ষার্থীদের জন্য একজন মোটিভেটর ও দিশানির্দেশক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গ্রন্থাগারিকরা শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ দীর্ঘদিন ধরেই তাঁরা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত।

বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন কলেজ, কলকাতার গ্রন্থাগারিক দীপজ্যোতি কর। তিনি বর্তমান শিক্ষাব্যবস্থায় গ্রন্থাগারিকদের দায়িত্ব, পদোন্নতির অভাব, প্রশিক্ষণের সীমাবদ্ধতা এবং প্রশাসনিক বৈষম্য নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি সংগঠিত আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে ঘোষণাপত্র (ম্যানিফেস্টো) পাঠ করেন শক্তি শঙ্কর মহাপাত্র। ঘোষণাপত্রে গ্রন্থাগারিকদের শিক্ষকসমতুল্য মর্যাদা প্রদান, স্বচ্ছ পদোন্নতি নীতি, নিয়মিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু এবং পেশাগত বৈষম্য দূর করার সুস্পষ্ট দাবি তুলে ধরা হয়।

খোলা আলোচনাপর্বে উপস্থিত গ্রন্থাগারিক দের মধ্য থেকে বিভিন্ন জেলা থেকে আগত সামসুল আলম,কিশলয় হালদার ,দেবাশীষ পাত্র,বলরাম মণ্ডল, দিনেশ চট্টরাজ, জয়িতা দাশগুপ্ত, কাজী কাজল হোসেন,সুমিত সরকার ও আরও অনেকে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা বিদ্যালয় গ্রন্থাগারিক পেশার বাস্তব সমস্যাগুলি তুলে ধরে বলেন, একই যোগ্যতা ও দায়িত্ব থাকা সত্ত্বেও তাঁদের প্রাপ্য সম্মান ও সুযোগ আজও অধরাই থেকে গেছে। সম্মেলন থেকে ঐক্যবদ্ধভাবে দাবি জানানো হয় যে, গ্রন্থাগারিকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সম্মেলন গ্রন্থাগারিক সমাজের ন্যায্য আন্দোলনে নতুন গতি ও দিশা প্রদান করবে।

Post a Comment

0 Comments