গঙ্গাসাগর মেলা: তৈরি হবে ৫টি হাসপাতাল, থাকবে জোরদার নিরাপত্তাও

বেঙ্গল মিরর ডেস্ক: অন্যান্য বছরের মত এবারও গঙ্গাসাগর মেলায় দরাজদীল রাজ্য সরকার। পুণ্যার্থীদের জন্য সব রকম সাহায্য প্রস্তুত রাজ্য সরকার। অস্থায়ী হাসপাতাল থেকে শুরু করে ফায়ার স্টেশন, যাতায়াত ব্যবস্থার উন্নতিকরণ থেকে শুরু করে ক্যাম্প, থাকবে আরও নানান আয়োজন। 

বৈঠকে প্রশাসনিক কর্মকর্তারা

জানা গিয়েছে, ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য বসানো হচ্ছে ১,২০০-র বেশি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি, গুরুত্বপূর্ণ এলাকায় ২০টি ড্রোনের সাহায্যে আকাশপথ থেকেও নজরদারি চালানো হবে। মেলা প্রাঙ্গণ ও যাতায়াতের রাস্তায় প্রায় ৫৪ কিলোমিটার ব্যারিকেডিং করা হচ্ছে, যাতে ভিড় নিয়ন্ত্রণ সহজ হয় এবং বিশৃঙ্খলা এড়ানো যায়। প্রায় ২,৫০০ সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক, এসডিআরএফ, এনডিআরএফ, কোস্ট গার্ড ও নৌবাহিনী প্রস্তুত থাকবে। নদীপথে নিরাপত্তার জন্য বসানো হচ্ছে বিশেষ আলো ও টাওয়ার, যাতে কুয়াশার মধ্যেও গাড়ি চলাচল নিরাপদ থাকে। পাশাপাশি, কৌশলগত জায়গায় রাখা হচ্ছে ১৮টি অস্থায়ী ফায়ার স্টেশন।

অন্যদিকে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। গঙ্গাসাগর ও আশপাশে তৈরি হচ্ছে ৫টি অস্থায়ী হাসপাতাল। মোট ৫৪০টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য থাকবে এয়ার অ্যাম্বুল্যান্স, জল অ্যাম্বুল্যান্স ও প্রায় ১০০টি সাধারণ অ্যাম্বুল্যান্স। প্রশাসনের দাবি, এবছর নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আগের যে কোনও বছরের তুলনায় অনেক বেশি শক্ত। পুণ্যার্থীরা যাতে নিশ্চিন্তে গঙ্গাসাগরে এসে পুণ্যস্নান করতে পারেন, সেই লক্ষ্যেই এই বাড়তি প্রস্তুতি। 


Post a Comment

0 Comments