আসিফ রেজা আনসারী
ইতিহাস গবেষণার ক্ষেত্রে বড় অবদান রাখছে ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস। বহু যুগ ধরে ইতিহাস চর্চা ও জনসচেতনতার ক্ষেত্রে বড় অবদান রাখে সংস্থাটি।এর ৮৪তম অধিবেশন সফলভাবে সম্পন্ন হল কেরলের কান্নুরে। সেখানে নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। তাতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বাংলার তিন অধ্যাপক। আলিয়া বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা বড় দায়িত্ব পেয়েছেন।
![]() |
| ছবিতে নতুন পদাধিকারি অধ্যাপকরা |
এই বছরের হিস্ট্রি কংগ্রেসে কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নসহ মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন। ইতিহাস কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক রাজেন গুরুকুল, সেক্রেটারি অধ্যাপক আলি নাদিম রেজাভি,কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ জাবের রেজা, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক রাজ শেখর বসু অত্যন্ত দক্ষতার সহিত ৩ দিনব্যাপী চলা অধিবেশন পরিচালনা করেন। এই বছর ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের তৃতীয় দিনের কার্যনির্বাহী সমিতির মিটিং থেকে পরবর্তী ৩ বছরের নতুন জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃদুলা মুখার্জি, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক রাজ শেখর বসু, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মানস দত্ত, জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এনায়েতুল্লা খান এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাগেন্দ্র শর্মা।
তিনদিনব্যাপী চলা ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের ৮৪তম বাৎসরিক অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে কান্নুরের গভর্নমেন্ট ব্রেনেন কলেজে। ১৯৩৫ সাল থেকে ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস জাতীয়স্তরে ধর্মনিরপেক্ষ এবং বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩৫০০০ এর অধিক সদস্য রয়েছে। প্রতি বছর ভারতের বিভিন্ন রাজ্যে সংগঠনটি বাৎসরিক অধিবেশনের আয়োজন করে থাকে যেখানে সমগ্র ভারত এবং বিদেশ থেকে ২০০০ এর অধিক ইতিহাসবিদ অংশ গ্রহণ করে থাকে। ইতিহাস কংগ্রেস প্রতি অধিবেশনে গবেষনা মূলক পত্রিকা প্রকাশ করে থাকে।

0 Comments