সাম্প্রদায়িক বিদ্বেষের বীজ বপন করতেই রাজ্যে এসেছেন অমিত শাহ, মন্তব্য কংগ্রেসনেতা আসফাকের

জাহানারা খাতুন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা এসেছেন। তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রী দুর্নীতি থেকে শুরু করে অনুপ্রবেশ, মুসলিম তোষণ থেকে শুরু করে বাবরি মসজিদ, নানা ইস্যুতে বক্তব্য রেখেছেন। বাংলার মনীষীদের নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। যদিও নাম উচ্চারণ নিয়ে বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার রীতিমতো তার বঙ্গ সফর সম্পর্কে কটাক্ষ করল কংগ্রেস। তিনি বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির বীজ বপন করতে এসেছেন এবং নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করতে চাইছেন, এমনই মন্তব্য করলেন কংগ্রেসনেতা ও আইনজীবী আসফাক আহমেদ। 

এক বিবৃতিতে অ্যাডভোকেট তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মিডিয়া প্যানেলিস্ট আসফাক আহমেদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে তিন দিনের সফরের তীব্র সমালোচনা করেছেন৷ তাঁর যুক্তি এই সফরটি মূলত 'নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত ও কারচুপি' করার চেষ্টা। একইসঙ্গে রাজ্যের মধ্যে 'সাম্প্রদায়িক বিদ্বেষের' বীজ বপন করা বলে মন্তব্য করেন। 

কংগ্রেসনেতা আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীর অর্থনৈতিক দাবিকে চ্যালেঞ্জ করেছেন। উল্লেখ করেছেন যে মন্ত্রী যখন আগের যুগে উচ্চ আয়ের মাত্রা নির্দেশ করেছিলেন, তখন তিনি স্বীকার করতে ব্যর্থ হন যে সেই সময়কালে পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস ক্ষমতায় ছিল। তদুপরি,  "ডাবল ইঞ্জিন" সরকার দ্বারা শাসিত রাজ্যগুলিতে মহিলাদের জন্য নিরাপত্তার অভাব এবং সংখ্যালঘু সম্প্রদায়ের (বিশেষ করে খ্রিস্টান এবং মুসলমানদের) নিপীড়নের কথা না বলে বাংলায় কথা বলেন শাহ। পশ্চিমবঙ্গ হল রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ চন্দ্র বসু, কাজী নজরুল ইসলাম এবং ড. বিধানচন্দ্র রায়-এর মতো আইকনদের রাজ্য। আহমেদ দৃঢ়ভাবে বলেছেন যে বাংলার জনগণ হিংসা বা বিভাজন মেনে নেবে না, কারণ এই মতবাদের কোনও স্থান নেই এই ধরনের মহান নেতাদের উত্তরাধিকারের উপর নির্মিত দেশে।

Post a Comment

0 Comments