বেঙ্গল মিরর ডেস্ক: ভাষা কেবল ভাব প্রকাশের মাধ্যম নয়, ভাষা এক একটি সভ্যতার আত্মা। সেই সভ্যতার দীপ্ত বহিঃপ্রকাশ হিসেবেই ইউনেস্কো অনুমোদিত বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষ্যে ২৯ ডিসেম্বর ২০২৫ মালদা কলেজের আরবি বিভাগ এক স্নিগ্ধ, মননশীল ও স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করে। এই দিনটিতে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় ভাষা, সাহিত্য ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনক্ষেত্রে। মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর মানস কুমার বৈদ্যা। তাঁর বক্তব্যে প্রতিফলিত হয় বর্তমান বিশ্বে আরবি ভাষার বহুমাত্রিক গুরুত্ব ও অপরিহার্যতা। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, আন্তর্জাতিক যোগাযোগ, জ্ঞানচর্চা ও কর্মক্ষেত্রে আরবি ভাষা আজ এক উজ্জ্বল সম্ভাবনার নাম। তাঁর অনুপ্রেরণামূলক আহ্বান ছাত্রসমাজকে এই ভাষা আয়ত্ত করার পথে দৃঢ় সংকল্পে উদ্বুদ্ধ করে।
অন্যদিকে বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুহম্মদ নাজমুল হক। তিনি আরবি ভাষা শিক্ষার দিগন্ত উন্মোচন করে দেশ-বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনার এক বিস্তৃত চিত্র ছাত্রদের সামনে তুলে ধরেন। তাঁর আলোচনায় আরবি ভাষা যে কেবল পাঠ্যসূচির বিষয় নয়, বরং জীবিকা ও আত্মপ্রতিষ্ঠার এক শক্তিশালী মাধ্যম—তা স্পষ্ট হয়ে ওঠে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর আরবি ভাষা রপ্ত করার জন্য প্রয়োজনীয় ভাষাগত উপাদান, অধ্যবসায় ও নিয়মিত চর্চার গুরুত্ব তুলে ধরেন। তাঁর প্রাঞ্জল বক্তব্যে ভাষা শিক্ষার শাস্ত্রীয়তা ও ব্যবহারিক দিকের এক সুন্দর সেতুবন্ধন রচিত হয়।
![]() |
| অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত |
এই উৎসবমুখর দিনে কলেজের ছাত্রছাত্রীরা আরবি ভাষায় বক্তব্য, সুরেলা আরবি নাসীদ পরিবেশন এবং আরবি সাহিত্যভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও ভাষাদক্ষতার উজ্জ্বল পরিচয় দেয়। ভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে ছাত্রসমাজের সম্মিলিত প্রয়াসে প্রকাশিত হয় দেওয়াল পত্রিকা ‘আল-কালাম আল-জাদীদ’-এর অষ্টম সংখ্যা, যা নবীন মননের ভাবনা ও সাহিত্যচর্চার প্রতিচ্ছবি হয়ে ওঠে। অনুষ্ঠানের অন্তিম লগ্নে আরবি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর তাসলিম আহমাদ আন্তরিক কৃতজ্ঞতায় স্মরণ করেন সকল আমন্ত্রিত অতিথি, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের। বিভাগীয় শিক্ষক মোহাম্মদ ইন্তেজার আলী, মোহাম্মদ সামিউল মিয়া ও মোহাম্মদ রৌপ আনসারী তাঁদের নিষ্ঠা ও শ্রমের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্যের শিখরে পৌঁছে দেন।

0 Comments