বিশেষ সংবাদদাতা, বেঙ্গল মিরর: সাধরণ মানুষ যাতে সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যে কলকাতার রাজাবাজারে চালু হল বিশেষ এসআইআর হেল্প ক্যাম্প। উদ্যোক্তাদের বক্তব্য, নবী মুহাম্মদ সা.–এর নির্দেশ আঢ়ে মানুষের সাহায্য করতে হবে। সেই হাদিসকে সামনে রেখেই এসআইআর নিয়ে ক্যাম্প চালু হল। হিউম্যান কেয়ার ট্রাস্ট ও সিটিজেন ফোরাম ফর সোশ্যাল জাস্টিস-এর সহযোগিতায় হেল্পডেস্ক চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী উমর আওয়াইস, জাভেদ আলম, মুহাম্মদ ইকবাল, মুহাম্মদ সিরাজ মঈন ও পরভেজ আলম মুনা।
এক প্রশ্নের জবাবে উমর আওয়াইস বলেন, বর্তমানে এসআইআর প্রক্রিয়া নিয়ে অনেকেই উদ্বিগ্ন ও বিভ্রান্ত। এমন অবস্থায় আমাদের লক্ষ্য হলো মানুষের জন্য এসআইআর ফরম জমা করতে সহায়তা করা। তিনি জানান, এই হেল্প ডেস্কে ফরম পূরণে সাহায্য করা, প্রয়োজনীয় নথি সম্পর্কে নির্দেশনা এবং ২০০২ সালের ভোটার তালিকা যাচাই-এর সুবিধা দেওয়া হবে। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে নাগরিকরা ফোনে যোগাযোগ করতে পারবেন এবং প্রাথমিক তথ্য নিয়ে তাদের পূর্ণ সহায়তা প্রদান করা হবে। এর জন্য ক্যাম্প হবে রোজ দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত। কলকাতার ২৯৭/এইচ/১২, এ.পি.সি. রোডে হিউম্যান কেয়ার ট্রাস্ট ও সিটিজেন ফোরাম ফর সোশ্যাল জাস্টিসের সদস্যরা সর্বদা মানুষকে সাহায্য করতে তৈরি থাকবেন।

0 Comments