ব্রেকিং: প্রকাশের পথে মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল

জাহানারা খাতুন

নিয়োগের জন্য পরীক্ষা হয়েছে বহুদিন আগে। কিছুতেই চূড়ান্ত পর্যায়ের ফলাফল প্রকাশ করা হচ্ছে না। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার মাদ্রাসা সার্ভিস কমিশনে ডেপুটেশন দিয়েছেন চাকরিপ্রার্থীরা। এবার হয়তো তাদের ভাগ্যে সিঁকে ছিঁড়তে চলেছে। এবার ফলাফল প্রকাশ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। সূত্রের খবর, খুব শিগগিরই ফলাফল প্রকাশিত হবে।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা জানান, কাল বুধবার বিকালে ফলাফল প্রকাশিত হবে। জানা গিয়েছে, মোট ১৭টি বিষয়ে শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। সপ্তম রাজ্যস্তর বাছাই পরীক্ষা (এটি), ২০২৩ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে। বাংলা- (নবম-দশম), ইংরাজী- (নবম-দশম), বাংলা (পিজি), জীববিজ্ঞান- (পিজি), কম্পিউটার অ্যাপ্লিকেশন- (পিজি), কম্পিউটার সাইন্স (পিজি), কস্ট অ্যান্ড ট্যাক্সেশন (পিজি), অর্থনীতি (পিজি), পরিবেশবিদ্যা (পিজি), ইতিহাস- (পিজি), হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং- (পিজি), ইসলামিক ইতিহাস- (পিজি), পুষ্টি- (পিজি), সংস্কৃত- (পিজি), দর্শন- (পিজি), সাইকোলজি- (পিজি), পরিসংখ্যান বা স্ট্যাটাটিস্টিকস (পিজি), বুধবার ১৭.০৯.২০২৫ বিকালে প্রকাশিত হবে। বিকাল পাঁচটার পর কমিশনের নিজস্ব ওয়েবসাইটে তা দেখা যেতে পারে বলে খবর।

প্রসঙ্গত, মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য অনলাইন আবেদনপত্র গ্রহণ শুরু হয় ২০২৩ সালের মে মাসের ১২ তারিখ। পরে আরও ডেট বাড়িয়ে ১৯ জুন পর্যন্ত করা হয় আবেদনপত্র গ্রহণ। পরীক্ষার নাম ছিল সপ্তম রাজ্যস্তরীয় বাছাই পরীক্ষা (সহশিক্ষক) বা 7th State Level Selection Test (Assistant Teacher) বা 7th SLST(AT) ।এর জন্য প্রথমবার পরীক্ষা হয় ২৮/১/২০২৪(টেট)।এই টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। এই টেটের মেন পরীক্ষা হয় ১৯/১/২০২৫। তবে  SLST (AT‑Main) যা নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য মেইন পরীক্ষা ৩ মার্চ ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। ডিসেম্বরে  নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ফলাফল প্রকাশিত হয়। জানা গিয়েছে, ইন্টারভিউ হয় ৬ থেকে ১৫  জানুয়ারির ২০২৫ এবং পরে ডকুমেন্টস রি-ভেরিফিকেশনও হয়েছে। কিন্তু চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হচ্ছে না। চাকরিপ্রার্থীদের বক্তব্য, মাদ্রাসা সার্ভিস কমিশন, নবান্ন, দফতরের সচিব পিবি সালিম , রাইটার্স বিল্ডিংয়ের মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা আব্দুস সাত্তার সবার কাছেই ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু সদুত্তর নেই। চাকরিপ্রার্থীদের দাবি, দ্রুত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্যানেল প্রকাশিত হোক। যেখানে হাইকোর্টের কোনও বাধা নেই সেখানে এভাবে যোগ্যদের বঞ্চিত করা মানে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি করা হবে। বহু মাদ্রাসায় ছাত্রছাত্রীর সংখ্যা ২ বা আড়াই হাজার সেখানে শিক্ষক মাত্র ৫ বা ৬ জন। 

Post a Comment

0 Comments