রাজ্যে বিজেপিকে রোখার আহ্বান তৌহিদী জনতার

আসিফ রেজা আনসারী

বাংলায় এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলছে। এমন অবস্থায় সাধারণ মানুষ আতঙ্কিত। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় নিয়ে বিশেষ সমাবেশ করল অল ইন্ডিয়া তৌহিদী জনতা। রবিবার তৌহিদী জনতার উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার তেঁতুলিয়ায় বড় সমাবেশ হয়। তাতে বক্তা হিসাবে ছিলেন লেখক মানিক ফকির, মানবাধিকারকর্মী রাজিবকান্তি রায়, আয়োজক সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাওলানা হাসিবুর রহমান, সম্পাদক মফিজুল ইসলাম, পূর্ব মেদিনীপুরের সম্পাদক আবদুল জাব্বার, দক্ষিণ ২৪ পরগনার নেতা মাওলানা হান্নান, মাওলানা আজিজুল হক, সালমান হোসেন ও স্থানীয় ইমাম আবদুর রউফ। 

মঞ্চে উপস্থিত বিশিষ্টরা

সমাবেশে মানিক ফকির বলেন, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আপনারা আতঙ্কিত হবেন না। সঠিকভাবে ফরম পূরণ করে জমা দেবেন। অন্যদিকে রাজিবকান্তি রায় বলেন, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। এখন যা পরিস্থিতি যাতে একযোগে লড়াই না করলে মানুষের অধিকার থাকবে না, সংবিধান বাঁচানো যাবে না। সংগঠনের তরফে মাওলানা হাসিবুর রহমান বলেন, আমাদের সামনে ও পেছনে বিপদ। তাই বুদ্ধিদীপ্ত পথেই এগোতে হবে। বিজেপি বাংলা দখলের চেষ্টা করছে, সেটা  রুখতেই হবে। অন্যরাও বিজেপিকে রোখার আহ্বান জানান। রাজ্য প্রশাসনের একটা অংশ সাধারণ মানুষের উপর নির্যাতন নামিয়ে আসছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি কেন্দ্র ও রাজ্যের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন সাধারণ মানুষের উপর নিপীড়ন যারা করবে তাদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন করতে প্রস্তুত তৌহিদী জনতা। হিন্দু মুসলিমের বিভাজন রুখে দেওয়া ও দেশের সম্প্রীতি রক্ষায় তার সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে, আগামী দিনেও করবে বলে তিনি উল্লেখ করেন।। 

Post a Comment

0 Comments