পড়শির সঙ্গে বেঁধে বেঁধে থাকার কাজ শুরু করছে জামাআতে ইসলামি হিন্দ

বেঙ্গল মিরর ডেস্ক: জামাআতে ইসলামী হিন্দ, পশ্চিমবঙ্গের সভাপতি ড. মাসিহুর রহমান ঘোষণা করেছেন যে “আদর্শ প্রতিবেশী, আদর্শ সমাজ” শ্লোগানকে সামনে রেখে “প্রতিবেশীর অধিকারের দাবিতে প্রচারাভিযান” শীর্ষক দশদিনব্যাপী একটি দেশব্যাপী ক্যাম্পেইন শুরু করা হচ্ছে। এই প্রচারাভিযান ২১ থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত সারা দেশে চলবে। দশদিনের এই উদ্যোগের লক্ষ্য হলো প্রতিবেশীদের প্রতি সু-আচরণ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে পুনরুজ্জীবিত করা এবং সমাজে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করা।

ইসলাম প্রতিবেশীর অধিকারের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে, যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। কুরআন মুসলিমদেরকে কেবল প্রতিবেশীর প্রতিই নয়, বরং যাঁরা যাত্রাপথে, সহকর্মী হিসেবে বা পথচারী হিসেবে ক্ষণিকের জন্য ‘অস্থায়ী প্রতিবেশী’ হন, তাঁদের প্রতিও সদয় ও ভদ্র আচরণ করতে নির্দেশ দেয়। এই প্রচারাভিযানের মাধ্যমে আমরা মুসলিম সমাজকে এসব গুরুত্বপূর্ণ শিক্ষার কথা স্মরণ করিয়ে দিতে চাই এবং আদর্শ প্রতিবেশী হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে চাই, যাতে সার্বিকভাবে সমাজের সামনে ইসলামের প্রকৃত মানসিকতা প্রতিফলিত হয়।

ভালো প্রতিবেশীসুলভ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা সমাজই প্রকৃত আদর্শ সমাজ। যখন প্রতিবেশীরা পরস্পরের প্রতি দয়া, ক্ষমাশীলতা এবং ন্যায়বিচার প্রদর্শন করে, তখন এর ইতিবাচক প্রভাব পুরো সমাজে ছড়িয়ে পড়ে। আমরা আশা করি এই প্রচারাভিযান শুধু প্রতিবেশীদের মধ্যে বিরোধ মেটাতেই সাহায্য করবে না, বরং ইসলামের সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধকেই আরো শক্তভাবে তুলে ধরবে। শহরে বাড়তে থাকা ব্যক্তিকেন্দ্রিকতার প্রবণতা প্রতিবেশী সম্পর্ককে দুর্বল করে দিচ্ছে, এই বাস্তবতাকে সামনে রেখে এ প্রচারাভিযানে শহরে মানুষের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ককে মজবুত করার জন্য নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। প্রচারাভিযানের লক্ষ্য হলো পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা, পরিচ্ছন্নতা ও ট্রাফিক শৃঙ্খলাসহ ইসলামের সামাজিক দায়িত্ববোধকে উৎসাহিত করা।

এ দিন কলকাতা প্রেস ক্লাবে ক্যাম্পেনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন রাজ্য সভাপতি ডাঃ মসিহুর রহমান ।  উপস্থিত ছিলেন রাজ্য সেক্রেটারি মাওলানা তাহেরুল হক ও মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান।

ডাঃ মসিহুর রহমান বলেন, সারা রাজ্যে প্রচারাভিযানে বিভিন্ন কর্মসূচীর অন্তর্ভুক্ত বিষয়গুলি থাকবে, সব ধর্মের প্রতিবেশীদের সাথে সৌহার্দ্যমূলক বৈঠক, চা-আড্ডা, নারী ও যুবদের জন্য বিশেষ সভা, পরিচ্ছন্নতা অভিযান, পথ অধিকার বিষয়ে সচেতনতা র‌্যালি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে অমুসলিম ভাই-বোনদের কাছে পৌঁছানো, আন্তঃধর্মীয় সম্প্রীতিকে জোরদার করা এবং ইসলামের সম্পর্কে প্রচলিত ভুল ধারণা অবসান ঘটানো। প্রচারাভিযানে ‘নিজের প্রতিবেশীকে জানো’-র উদ্যোগ গ্রহণ, মহল্লাভিত্তিক সাংস্কৃতিক সভা এবং স্থানীয় কমিটি গঠনও অন্তর্ভুক্ত থাকবে, যাতে প্রচারাভিযান শেষে এসব সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকে।

Post a Comment

0 Comments