ওয়াকফ: ‘UMEED হেল্পলাইন’ চালু করল জামাআত

বেঙ্গল মিরর ডেস্ক: ওয়াকফকৃত সম্পত্তির নির্ভুল ও ডিজিটাল রেজিস্ট্রেশন নিশ্চিত করতে জামাআতে ইসলামি হিন্দ, পশ্চিমবঙ্গ শাখা শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু করল ‘UMEED পোর্টাল হেল্পলাইন’ পরিষেবা। ওয়াকফ সম্পত্তির মুতাওয়াল্লীর রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় সহায়তা দিতে এই হেল্পলাইন কার্যকর ভূমিকা পালন করবে।রেজিস্ট্রেশন প্রক্রিয়া, নথি আপলোড ও প্রযুক্তিগত সহায়তার জন্য প্রতিদিন যোগাযোগ করা যাবে।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন সম্পন্ন করার শেষ তারিখ ৫ই ডিসেম্বর ২০২৫, তাই যাতে সময়মতো সবাই রেজিস্ট্রেশন করতে পারেন সে উদ্দেশ্যে হেল্পলাইনটি চালু করা হয়েছে। জামাআতের প্রতিবেশীর অধিকার বিষয়ের উপর এক বিশেষ মিডিয়া গেট টুগেদার- এর আয়োজন করে সেখানে হেল্পলাইন উদ্বোধন করেন মারকাজি সেক্রেটারি মাওঃ আব্দুল রফিক সাহেব ও রাজ্য সভাপতি জনাব ডাঃ মসিহুর রহমান । ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিভাগীয় সম্পাদক শাদাব মাসুম, মুস্তাফিজুর রহমান ও সাবির আলী প্রমুখ ।

ডাঃ মসিহুর রহমান বলেন, “ওয়াকফ সম্পত্তি আমাদের সামাজিক ও ধর্মীয় ঐতিহ্যের মূল্যবান সম্পদ। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং এটি সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করে। যারা প্রক্রিয়ায় অসুবিধা অনুভব করছেন তারা হেল্পলাইনের মাধ্যমে সব ধরনের নির্দেশনা ও সাহায্য পাবেন ইনশাআল্লাহ্ । ”

Post a Comment

0 Comments