বিহারের ভোটে কারচুপির অভিযোগ সিপিআইএমের

বিশেষ সংবাদদাতা: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর পলিট ব্যুরো বিহার ভোটের ফলাফল নিয়ে এক লিখিত বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, ''বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয় মহাগঠবন্ধনের জন্য একটি ধাক্কা। শাসক জোট সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, বিভিন্ন কারচুপির আশ্রয় নিয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে।প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো নেতাদের সাম্প্রদায়িক ও জাতপাতভিত্তিক বিভাজনমূলক ভাষণ থেকে তারা সুবিধা পেয়েছে।কর্পোরেট-মালিকানাধীন অনুগত গণমাধ্যম এই উসকানিমূলক প্রচারকে আরও বাড়িয়ে তুলেছিল, যা মহাগঠবন্ধন উত্থাপিত জনমানুষের আসল সমস্যাগুলিকে চাপা দিয়ে দেয়।''

লিখিত বিবৃতিতে আরও বলা হয়েছে, ''বিহারের নির্বাচন দেখিয়েছে যে বিজেপিকে পরাজিত করতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলিকে আরও ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। সিপিআই(এম) এই ফলাফলের পেছনের অন্যান্য কারণগুলিকে বিস্তারিতভাবে পর্যালোচনা করবে। সিপিআই(এম)-এর পলিট ব্যুরো বিহারের সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছে যাঁরা সিপিআই(এম) এবং অন্যান্য বিরোধী দলের প্রার্থীদের ভোট দিয়েছেন। পলিট ব্যুরো জনগণকে এই আশ্বাস দিচ্ছে যে, শোষিত ও নিপীড়িত মানুষের অধিকারের সংগ্রামকে পার্টি আগামীদিনেও নেতৃত্ব দিয়ে যাবে।''

Post a Comment

0 Comments