বেঙ্গল মিরর ডেস্ক: কিছুদিন আগেই স্বাস্থ্য ব্যবস্থার চরম অবনতি এবং বেনিয়ম নিয়ে সরব হয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুরের সাধারণ বাসিন্দারা। জেলাশাসকের সামনেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সমাজকর্মী শহীদুল ইসলামকে। তার সঙ্গে সুর মেলান সমাজ সচেতন মানুষজন। এবার সেই হরিশ্চন্দ্রপুরেই নতুন বিতর্ক। অভিযোগ, ৫ বছরের একটি ছোট্ট শিশুকে মেয়াদ উত্তীর্ণ যক্ষা রোগের ওষুধ দেওয়া হয়েছে।
![]() |
| ফাইলচিত্র |
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর–২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা মশালদহ হাসপাতালে মাত্র ৫ বছরের টিবি আক্রান্ত এক শিশুকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেওয়া হয়। জানা গিয়েছে, শিশুটির চিকিৎসা চলছে মশালদহ বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে। অভিযোগ, শিশুর হাতে কর্তৃপক্ষ যে ওষুধ তুলে দিয়েছে, তা ছিল সম্পূর্ণ মেয়াদোত্তীর্ণ। চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার পরিবর্তে শিশুটির শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনকভাবে অবনতি হতে শুরু করে বলেও অভিযোগ।
এই ঘটনায় সরব হয়েছেন সমাজকর্মী শহীদুল ইসলাম। তিনি ফেসবুকে লেখেন, "যে অনিয়মটি ধরা পড়েছে, তা চরম উদ্বেগের বিষয়। শিশুর হাতে যে ওষুধ সরবরাহ করা হয়েছে, সেই স্ট্রিপের গায়ে স্পষ্টভাবে লেখা: MFD: 10/2023 EXP: 09/2025। ওষুধটি দুই মাস আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তবুও সেটি একটি টিবি আক্রান্ত শিশুকে প্রদান করা হয়েছে, যা সরকারি স্বাস্থ্যবিধি, চিকিৎসা প্রটোকল ও মানবিকতার সম্পূর্ণ পরিপন্থী। এমন ওষুধ সেবনের ফলে শিশুর অবস্থা আরও খারাপ হওয়াই স্বাভাবিক, এবং এটি তার জীবনের জন্যও গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারত।" এ বিষয়ে সরকারিভাবে কোন প্রতিক্রিয়া দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

0 Comments