বিশেষ সংবাদাতা: তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করে যে দলের মধ্যে সবার প্রতিনিধিত্ব আছে। কিন্তু দেখা যাচ্ছে, পিছিয়ে পড়া আদিবাসী ও মুসলিমদের নাম সেভাবে উঠে আসে না। সম্প্রতি প্রকাশিত হয়েছে এসসি ও ওবিসি কমিটির জেলা সভাপতির নাম। তাতে দেখা যাচ্ছে মোট ৩৫টি সাংগঠনিক জেলার পদাধিকারির নাম ঘোষণা করা হয়েছে। আশ্চর্যজনকভাবে একজনও মুসলিম ওবিসিকে জেলা সভাপতি হিসাবে নিয়োগ করা হয়নি।
![]() |
| TBM GRAPHIC |
তৃণমূলের তরফে দেওয়া তালিকায় দেখা যাচ্ছে আলিপুর জেলার সভাপতি হয়েছেন পীযুষ কান্তি রায়, কোচবিহার পরেশচন্দ্র বর্মন, জলপাইগুড়ি কৃষ্ণ দাস, দার্জিলিং পাহাড় পরে ঘোষণা হবে, দার্জিলিং–সমতল নীরেন রায়, উত্তর দিনাজপুর ভূপতি দেবশর্মা, দক্ষিণ দিনাজপুর সুধীরচন্দ্র রায়, মালদা মনোজ রাম, মুর্শিদাবাদ–বহরমপুর ষষ্টীচরণ মাল, মুর্শিদাবাদ–জঙ্গিপুর কর্ণ মাঝি, সহসভাপতি অরিন্দম মারজিৎ, অরূপ মণ্ডল, বীরভূম নরেশচন্দ্র বাউড়ি, পূর্ব বর্ধমান অলোক কুমার মাঝি, পশ্চিম বর্ধমান উৎপল রুইদাস, বাঁকুড়া ইন্দ্রজিৎ রায়, সহসভাপতি নন্দলাল কালিন্দী, বাঁকুড়া–বিষ্ণুপুর মৃত্যুঞ্জয় বাউড়ি, পূর্ব মেদিনীপুর–কাঁথি ডিভিশন মানিক ঘোড়াই, পূর্ব মেদিনীপুর–তমলুক ডিভিশন তৃপ্তি বর্মন খাঁড়া, পশ্চিম মেদিনীপুর–ঘাটাল তন্ময় দোলুই, পশ্চিম মেদিনীপুর–মেদিনীপুর ডিভিশন কৃষ্ণেন্দু বিষয়, ঝাড়গ্রাম অঞ্জলি দলুই, পুরুলিয়া মীরা বাউড়ি, হুগলি–আরামবাগ দেবাশিষ মিদ্যা, হুগলি–শ্রীরামপুর সুরজিৎ মণ্ডল, হাওড়া–গ্রামীণ তরুণ দলুই, হাওড়া–সদর মিলি রায়, নদিয়া–কৃষ্ণনগর কমলেশ বিশ্বাস, নদিয়া–রানাঘাট অসীম মণ্ডল, উত্তর ২৪ পরগনা–বনগাঁ পিঙ্কি বিশ্বাস, উত্তর ২৪ পরগনা–বসিরহাট দেবেশ মণ্ডল, উত্তর ২৪ পরগনা–বারসাত অসিত হালদার, উত্তর ২৪ পরগনার দমদম–বারাকপুর সমীর পাঠক, কলকাতা উত্তর গোপালচন্দ্র সাহা, কলকাতা দক্ষিণ মাখনলাল দাস, দক্ষিণ ২৪ পরগনা যাদবপুর–ডায়মন্ড হারবার এলাকা বাপন কুমার নস্কর, দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন এলাকা দিলীপ জাটুয়া।

0 Comments