ডিএমই-র ডাইরেক্টর নিযুক্ত হলেন আবদুর রাকিব শেখ

বেঙ্গল মিরর ডেস্ক: রাজ্যের মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও পরিকাঠামো বিনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন বা ডিএমই। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন এই সংস্থা পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলি দেখভাল করে। বেশ কিছুদিন ধরে কোন স্থায়ী অফিসার ছিলেন ছিলেন না। এবার নতুন ডাইরেক্টর নিযুক্ত হলেন ডব্লিউবিসিএস অফিসার আবদুর রাকিব শেখ।নদিয়ার ভূমিপুত্র আব্দুর রাকিব ১৯৯৬ সালে ডব্লিউবিসিএস ব্যাচের অফিসার। তিনি বর্তমানে পরিবহন দফতরের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত।

ফাইল ছবি 

আবদুর রাকিব এর আগে বহু গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। প্রত্যন্ত গ্রামে জন্ম ও বেড়ে ওঠা আব্দুর রাকিব কলকাতার কারমাইকের হস্টেলে থেকে পড়াশোনা করতেন। এছাড়া তাঁর অ্যাকাডেমিক রেকর্ডও খুব ভালো। অনেকেই আশা করছেন, মাদ্রাসাগুলির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সামাজিক সংগঠন প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়ালস অফ বেঙ্গল বা পিআইবির গ্রুপেও তাঁকে বহু মানুষ অভিনন্দন জানাচ্ছেন।

Post a Comment

0 Comments