মুসলিম ইনস্টিটিউটের শিক্ষা উপ-কমিটির উদ্যোগে স্যার সৈয়দ স্মরণ

বেঙ্গল মিরর ডেস্ক: ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার কলকাতার মুসলিম ইনস্টিটিউটের হাজী মোঃ মহসিন হলে স্যার সৈয়দ দিবসের অনুষ্ঠান হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষাবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। মুসলিম ইনস্টিটিউটের জেনারেল সেক্রেটারি ড. নাঈম আনিসের স্বাগত বক্তব্যের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ডক্টর আনিস তার ভাষণে স্যার সৈয়দ আহমেদ খানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাকে একজন দূরদর্শী সংস্কারক হিসেবে বর্ণনা করেন। বলেন, মুসলিম সম্প্রদায়ের শিক্ষাগত ও বুদ্ধিবৃত্তিক উন্নতির জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি স্যার সৈয়দ আহমেদ খানের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আরও প্রচেষ্টার উপর জোর দেন।


সম্মানিত অতিথি অধ্যাপক ড. ইমতিয়াজ গুলাম আহমেদ স্যার সৈয়দের শিক্ষাগত দর্শনের স্থায়ী প্রাসঙ্গিকতা এবং শিক্ষা ও সমাজ সংস্কারের প্রতি তাঁর প্রগতিশীল দৃষ্টিভঙ্গির উপর জোর দিয়ে একটি অনুপ্রেরণামূলক ভাষণ দেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ রায়ের প্রদত্ত বক্তৃতার মধ্যে স্যার সৈয়দ আহমেদ খানের প্রস্তাবিত যুক্তিবাদী চিন্তা, আলোকিতকরণ এবং আধুনিক শিক্ষার তাৎপর্য উঠে আসে। স্যার সৈয়দ দরিদ্র ও প্রান্তিকদের শিক্ষাগত উন্নয়নে কঠোর পরিশ্রম করেছেন। নিজ সম্প্রদায়ের লোকজনের সমালোচনার মুখে পড়েন তিনি। "শিক্ষায় শ্রেষ্ঠত্বের জন্য স্যার সৈয়দ আহমেদ খান পুরস্কার" প্রদান করা হয় নবাবিয়া মিশনের সহিদ আকবরকে। এর পর স্যার সৈয়দ দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

এডুকেশন সাব-কমিটির ভাইস-চেয়ারম্যান ড. সরফরাজ আহমেদ খানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শামসুস সালেহীন। 

Post a Comment

0 Comments