বেঙ্গল মিরর ডেস্ক: ভিডিয়ো ভাইরাল করা এবং রিলস বানিয়ে খ্যাতিমান করে তোলার লোভ দেখিয়ে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগণায়। জানা গিয়েছে, কলকাতা পুলিশের কর্মীর মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সেই কারণে, অভিযুক্তকে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মোহনপুর এলাকার বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল ও তার এক নাবালক ছেলে প্রতিবেশী এক নাবালিকাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ও রিলস বানানোর নাম করে গত কয়েক মাস আগে ডাকে। ভিডিয়ো বানানোর নাম করে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই নাবালিকাকে নিয়ে যায় ইউটিউবার অরবিন্দু মণ্ডল ও তার নাবালক ছেলে। সেখানে বিভিন্ন ভিডিয়ো বানানোর পাশাপাশি ওই নাবালিকার কিছু গোপন ছবি ও ভিডিয়ো তোলে অরবিন্দু। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে মাঝেমধ্যেই ওই নাবালিকাকে ধর্ষণ করতো অরবিন্দু ও তার নাবালক ছেলে। ওই নাবালিকা গত শুক্রবার সমস্ত ঘটনার কথা, তার পরিবারের লোকেদের জানায়। তার পরিবারে লোকেরা হাড়োয়া থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে অভিযোগ জানায়।
এ দিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে হাড়োয়া থানার পুলিশ রবিবার সকালে ওই এলাকা থেকে বিখ্যাত ইউটিউবার অরবিন্দু মণ্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করে। পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে অরবিন্দু মণ্ডলকে রবিবার দুপুরে পেশ করা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। তদন্তের সাথে বাবা ও ছেলেকে হাড়োয়া থানার পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। ওই নাবালিকার গোপন জবানবন্দি আদালতের রেকর্ড করানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
0 Comments