জাহানারা খাতুন
মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের সমস্যা নদীভাঙন। প্রতিটা সরকার ক্ষমতায় এসে শুধু দুর্নীতি করেছে বলে অভিযোগ করে সামসেরগঞ্জে ভাঙন প্রতিরোধে ৪৪ কোটি টাকার হিসেব দাবি করল এসডিপিআই। সংগঠনের সামসেরগঞ্জ বিধানসভা কমিটি শনিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে। সেখানে এসডিপিআই বিধানসভা সম্পাদক নুরুল ইসলাম জানান, তথ্য জানার অধিকার আইনে এক রিপোর্ট অনুযায়ী নদীভাঙন প্রতিরোধে প্রায় ৪৪ কোটি টাকা খরচ দেখানো হলেও বাস্তবে কার্যকর কোনও কাজ হয়নি। তিনি অভিযোগ করেন, এই বিপুল অর্থের কোনও হিসেব নেই।
![]() |
ছবি- আলম শেখ |
এ দিন এসডিপিআই নেতা সরাসরি বিধায়ক আমিরুল ইসলামকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, “যদি সাহস থাকে, প্রকাশ্যে ডিবেটে বসে দেখান কোথায় ৪৪ কোটি টাকা খরচ হয়েছে।” হিসেব দিতে ব্যর্থ হলে সামসেরগঞ্জের জনগণকে নিয়ে বিধায়কের বাড়ি ও বিডিও অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি। আরটিআই তথ্য তুলে ধরে নুরুল ইসলাম আরও জানান, ধুলিয়ান পৌরসভায় ৬ কোটি টাকা খরচের তথ্য পাওয়া গেছে, অথচ এলাকায় কোনো কাজ দৃশ্যমান নয়। তিনি পৌরসভার চেয়ারম্যানকেও হিসেব দিতে সতর্ক করেন। নচেৎ পৌরসভা সহ চেয়ারম্যানের বাড়ি ঘেরাও এর ডাক দেন তিনি।
এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ উত্তর জেলা সম্পাদক আইনজীবী এমদাদুল হক ও সামসেরগঞ্জ বিধানসভা সভাপতি আলাউদ্দিন সেখ এবং আইনজীবী সহিদুল ইসলাম।
0 Comments