এসআইআর ও ওয়াকফ নিয়ে মেটিয়াবুরুজে প্রতিবাদসভা

বিশেষ প্রতিবেদন: শুক্রবার মেটিয়াবুরুজে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া তৌহিদী জনতা প্রতিবাদসভা। এসআইআর এবং নয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে এই সভায় ব্যাপক জনসমাগম হয়।সভাপতিত্ব করেন নাদিয়াল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুদ্দোজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সদস্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান। এ দিনের সভায় উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী রাজীব রায়, ছোটন দাস, তৌহিদী জনতা সংগঠনের সভাপতি বান্টি গাজী, সম্পাদক মুহাম্মদ সালমান, সহ-সভাপতি শাহরুখ, হাফেজ শের মুহাম্মদ, ইজাজ আলী মোল্লা, দৌলত আলি মোল্লা, মাওলানা নূর জামাল, মফিজুল, হাওড়া জেলা সম্পাদক আল্লা রক্ষা, তৌহিদী জনতা ওয়ায়েজিন গ্রুপের মুফতি ইলিয়াত সাহেব প্রমুখ।

উপস্থিত বক্তারা

মাওলানা কামরুজ্জামান বলেন, নয়া ওয়াকফ আইন মুসলিম সমাজের ধর্মীয় সম্পত্তি ও অধিকার হরণের জন্য সুপরিকল্পিত চক্রান্ত। এই আইন মুসলমানদের আত্মপরিচয় ও ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।অন্যদিকে ইন্ডিয়া তৌহিদী জনতার কর্ণধার মাওলানা হাসিবুর রহমান ঘোষণা করেন, আমরা জেলার ব্লক থেকে গ্রাম, প্রতিটি কোণায় কোণায় প্রতিবাদের আওয়াজ পৌঁছে দেব। তিনি আরও বলেন, মুসলিম সমাজকে এক কাতারে এসে কালাকানুনের আইনের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলবো।

শ্রোতাদের একাংশ

কুরআন তেলাওয়াত করেন মাওলানা কারী আব্দুর রহিম, মাওলানা মানোয়ার, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা মুফতি আশরাফ, আমতলা মসজিদের পেশ ইমাম মাওলানা আফতাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্যে মেটিয়াবুরুজ ইউনাইটেড সভাপতি সালমান বলেন, আমরা শত লাঞ্ছনা ও বঞ্চনা মেনে নিচ্ছি, কিন্তু বিজেপি যেভাবে মুসলমানদের ওপর হিংসা ছড়াচ্ছে, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা.কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হচ্ছে, সেটা মানব না। নাদিয়াল জামে মসজিদের ইমাম মাওলানা শামসুদ্দোজা বলেন, ওয়াকফ আইন মুসলিম সমাজের ধর্মীয় সম্পত্তির ওপর চরম আঘাত। এ দিনের সভা থেকেই অল ইন্ডিয়া তৌহিদী জনতার সদস্য হওয়ার বিশেষ ড্রাইভ শুরু হয়।


Post a Comment

0 Comments