সোনালীদের ভারতে ফিরিয়ে নিতে হাইকমিশনকে নির্দেশ বাংলাদেশের কোর্টের

আসিফ রেজা আনসারী

বাংলাদেশের জেলে আটক রয়েছেন বীরভূমের বাসিন্দা ও পরিযায়ী শ্রমিক সোনালী খাতুন এবং তাঁর সঙ্গী সাথীরা। এ নিয়ে কলকাতা হাইকোর্ট একটি মামলা চলছে। এরই মুহূর্তে সবাইকে ভারতীয় চিহ্নিত করে দেশে ফিরিয়ে নিতে ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দিল বাংলাদেশের এক আদালত। এই ব্যাপারে সে দেশের কোর্ট সোনালীদের আধার কার্ড এবং অন্যান্য ভারতীয় নথিপত্র যাচাই করে এই সিদ্ধান্তে উপনীত হয়। সেই সঙ্গে বাংলাদেশের আদালত ঢাকায় ভারতের হাইকমিশনারকে নির্দেশ দিয়েছে সোনালীদের নিরাপদে ভারতে ফেরানোর ব্যবস্থা করতে।‌ শুক্রবার সকালে সমাজমাধ্যমে তৃণমূল সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম এ কথা জানান। তিনি জানিয়েছেন, যাদের বিদেশি প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল বিজেপি, তাঁদেরই ভারতীয় হিসেবে প্রমাণ করল বাংলাদেশ।

বামদিকে আদালতের প্রতিলিপি। ডানে সোনালীরা। 

সামিরুল বলেন, বাংলাদেশের আদালত তার রায়ে শুধু তাঁদের ভারতীয় ঘোষণা করেনি, বরং আধার কার্ডের নম্বর ও ঠিকানা উল্লেখ করে তা প্রমাণও করেছে। আদালতের নির্দেশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে। বলা হয়েছে — বীরভূমের অন্তঃসত্ত্বা মহিলা সোনালী খাতুনসহ সংশ্লিষ্ট সকলকে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে।

সামিরুল আরও বলেছেন, এই রায় আবারও প্রমাণ করল, কীভাবে বাংলা-বিরোধী বিজেপি গরিব ও অসহায় মানুষদের শুধু বাংলায় কথা বলার অপরাধে 'বাংলাদেশি’ সাজিয়ে তাড়িয়ে দেয়। মনে পড়ছে, তখন এই বাংলারই কয়েকজন বিজেপি অনুগামী তাঁদের ‘রোহিঙ্গা’ বলে প্রচার চালিয়েছিল। সেই সময় শুধু আমি নয়, আমার পরিবারও আক্রমণের শিকার হয়েছিল। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় এই মানুষগুলোর পাশে থেকেছেন, লড়াই চালিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছেন। এর আগে কলকাতা হাই কোর্টও নির্দেশ দিয়েছিল — সোনালী খাতুনসহ সকলকে চার সপ্তাহের মধ্যে দেশে ফেরত আনতে হবে। এখন দেখার বিষয়, এই নিষ্ঠুর বাংলা-বিরোধী কেন্দ্র সরকার কবে সেই সোনালীদের দেশে ফিরিয়ে আনে।

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের নিম্ন আদালত স্পষ্ট করে জানিয়েছে সোনালী খাতুনদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে সব রকম ব্যবস্থা করতে হবে ভারতীয় হাইকমিশনারকে। এ ব্যাপারে প্রশাসনিক সমস্ত রকম কার্যক্রম চালানোর কথাও জানিয়েছে আদালত। 

Post a Comment

0 Comments