বিশেষ প্রতিবেদক, ১০ অক্টোবর, ২০২৫: উত্তরবঙ্গ ও দক্ষিণের বেশকিছু এলাকায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে অনেকের ক্ষতি হয়েছে। এমন অবস্থায় বহু পড়ুয়া নথি হারিয়ে ফেলেছে, অনেকের ক্ষতি হয়েছে। এইসব ক্ষেত্রে বিনামূল্যে পড়ুয়াদের নথির ডুপ্লিকেট কপি দেওয়া হবে। এমনই ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
![]() |
TBM Graphic |
শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কাউন্সিল আশঙ্কা করছে যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থানে সাম্প্রতিক বন্যা/ ভূমিধ্বসের কারণে অনেক প্রার্থীর উচ্চমাধ্যমিক রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ প্রবেশপত্র/ মার্কশিট/ পাস সার্টিফিকেট হারিয়ে গেছে/ নষ্ট হয়েছে। কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের বিনামূল্যে উপরোক্ত প্রশংসাপত্রের ডুপ্লিকেট প্রদান করা হবে, যদি তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে আবেদন করে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান প্রার্থীর আবেদন অনুমোদন করবে যে, ডুপ্লিকেট প্রশংসাপত্রের জন্য আবেদনকারী প্রার্থী এলাকায় সাম্প্রতিক বন্যার কারণে কাগজপত্র (অর্থাৎ নিবন্ধন সার্টিফিকেট/ প্রবেশপত্র/ মার্কশিট/ পাস সার্টিফিকেট, যেমনটি প্রযোজ্য) হারিয়েছেন/ হারিয়ে গেছে। আরও বলা হয়েছে, এই বিজ্ঞপ্তিটি বন্যাদুর্গত মানুষের স্বার্থে কেবল মানবিক কারণে জারি করা হয়েছে এবং এটিকে কোনও নজির হিসেবে উল্লেখ করা যাবে না।
0 Comments