বিশেষ প্রতিবেদন: সম্প্রতি যেসব রাজ্যে বিধানসভা ভোট হয়েছে, সেখানে প্রচুর বাইরের ভোটার আনা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেসনেতা রাহুল গান্ধি। তিনি নাম–ঠিকানা ধরে ধরে তথ্য সামনে এনেছেন। অবশ্য নির্বাচন কমিশন সেভাবে ব্যাখ্যা দিতে পারেনি বলে অভিযোগ কংগ্রেসের। বলা হচ্ছে, বাইরের ভোটার এনে জিতছে বিজেপি। এবার কি তাহলে বাংলাতেও সেই খেলা? মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
![]() |
ফাইল ছবি |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন। সেখান থেকে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের জন্য বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ভবানীপুরের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, “পরিকল্পনা করে ভবানীপুরকে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে।” দলের স্থানীয় নেতৃত্বকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর পর উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী সেখানেই রয়েছেন। তাই কলকাতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পেরে অডিও বার্তা পাঠান তিনি। সেই বার্তাতেই উঠে আসে ভবানীপুরের পরিবর্তিত চেহারা নিয়ে তাঁর উদ্বেগ।
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “আমি দেখছি অনেক জায়গায় গরিব মানুষের বস্তি ভেঙে ফেলে বড় বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটা সমর্থন করি না। আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। পরিকল্পনা করে ভবানীপুরকে বহিরাগতদের দিয়ে ভর্তি করা হচ্ছে।” কারা স্থানীয় কারা বাইরের এ নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন। জানান, যাঁরা বাংলায় থাকেন, কাজ করেন, তাঁরাই আমাদের মানুষ। কিন্তু যারা হঠাৎ বাইরে থেকে এসে টাকা খরচ করে জমি-বাড়ি কিনছে, তারপর স্থানীয় মানুষদের সরিয়ে দিচ্ছে, তারাই আসল বহিরাগত। তিনি আরও বলেন, “যারা ওই ফ্ল্যাট কিনছে, তারা জল পাচ্ছে না, ড্রেনেজ সিস্টেম পাচ্ছে না। সবাইকে বুঝতে হবে, গরিব মানুষই আমাদের সম্পদ, তাদের নিয়েই রাজ্য চলবে।”
0 Comments