খোদ কলকাতায় বিশেষভাবে সক্ষম মহিলাকে ধর্ষণ, পুলিশের জালে অভিযুক্ত

বিশেষ প্রতিবেদক, ১১ অক্টোবর, ২০২৫: এবার খোদ কলকাতায় ধর্ষণের অভিযোগ! এবার বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তাকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। যে কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে, সেখানেই এমন ঘটনায় চাঞ্জল্য দেখা দিয়েছে।

প্রতীকী ছবি 

জানা গিয়েছে, কলকাতার বন্দর এলাকায় শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে।যদিও নাদিয়াল থানায় এই ধর্ষণের অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে শনিবার ভোরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার রাতে একাই ছিলেন ওই মহিলা। সেই সুযোগে তার ওপর নির্যাতন চালায় অভিযুক্ত। প্রথমে ভয়ে তিনি কাউকে ঘটনার কথা বলেননি। পরে পরিবারকে বলার পর তারা নাদিয়াল থানায় অভিযোগ দায়ের করে। ইতিমধ্যে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পেলে স্পষ্ট হবে যে, একজন অভিযুক্ত না আরও কেউ ঘটনার সঙ্গে জড়িত।

অন্যদিকে দুর্গাপুরের  এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তরুণী। ফেরার পথে কিছু যুবক পথ আটকায়। সরিয়ে দেওয়া হয় সেই সহপাঠীকে। কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল। তারপর টানতে টানতে নিয়ে যাওয়া হয় এক নির্জন এলাকায়। সেখানেই তাঁর ওপর চালানো হয় নির্যাতন। পরে তাঁকে সেই সহপাঠীই উদ্ধার করে তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় দোষীর কড়া শাস্তি দাবি করেছে ওড়িশার মুখ্যমন্ত্রী।

Post a Comment

0 Comments