বেঙ্গল মিরর ডেস্ক: কান্নন গোপীনাথন। যিনি আইএএস অফিসার ছিলেন। মোদি সরকারের কাজকর্ম ফ্যাসিস্ত বলে অভিযোগ করে হেলায় চাকরি ছেড়ে দেন। জম্মু-কাশ্মীরে ৩৭০ রদ করার বিরুদ্ধে তিনি সরব হন ২০১৯ সালে।এবার তিনি যোগ দিলেন কংগ্রেসে।
![]() |
ছবি সংগ্রহ |
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের মানুষের মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করার বিরুদ্ধে সরব হয়েছিলেন কান্নন গোপীনাথন। আইএএস-এর চাকরি ছেড়ে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। দেশের সংবিধান বাঁচানোর জন্য তিনি কংগ্রেসে যোগদান করলেন বলে জানান।
0 Comments