নিজস্ব প্রতিবেদন, বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুরে খুন হন কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ সাহা। তিনি হরিশ্চন্দ্রপুর–১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন। কিছু দিন আগে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয় তাকে। একদিন রাতে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন। একটি গাড়ি এসে সবাইকে চাপা দেয়। বেশ কয়েকবার এমন করা হয়। তাঁর সঙ্গে সঙ্গে আরও ৪ জনকে গাড়ি চাপা দেওয়া হয়। তাঁদের মধ্যে চিকিৎসাধীন পুলক সাহা এ দিন মারা গেছেন। বাকি ৩জন গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন।
সেই বর্বরোচিত ঘটনায় নিহত ও আহতদের বাড়ি যান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ইশা খান চৌধুরী, হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম সহ কংগ্রেসের অন্য নেতারা। পরিবারের পাশে থাকা ও সবরকম সাহায্য করার কথাও ঘোষণা করেন কংগ্রেস নেতারা।
0 Comments