বেঙ্গল মিরর ডেস্ক: ভিনরাজ্যে কাজে গিয়ে আক্রান্ত হওয়ার ঘটনা প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে। এর মধ্যে খবর এসেছে বিদেশে কাজ করতে গিয়ে আটক হয়েছেন মুর্শিদাবাদের ১১জন শ্রমিক। এ বিষয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের সাহায্য চাইলেন সাবেক কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি কেন্দ্র ও রাজ্যকে চিঠি দিয়ে মানবিক সাহায্যের আর্জি জানান।
এ নিয়ে শনিবার অধীর জানান, ওমানে আটকে রয়েছেন আমাদের মুর্শিদাবাদের ১১ জন শ্রমিক। আমি আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে দুটি পৃথক চিঠি লিখে অনুরোধ করেছি, অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে মুর্শিদাবাদের এই শ্রমিকদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা হোক।
![]() |
TBM গ্রাফিক্স |
কংগ্রেস নেতা আরও বলেন, ভালো কাজ ও আয়ের আশায় তারা বিদেশ গিয়েছিলেন, কিন্তু বাস্তবে তাদের প্রতিদিন ১৫–২২ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে। বেতন আটকে রাখা হয়েছে, চিকিৎসা দেওয়া হচ্ছে না, পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে, এমনকি আবাসন থেকেও বের করে দেওয়া হয়েছে। আজ তারা মসজিদের পাশে আশ্রয় নিয়ে অবশিষ্ট খাবারের ওপর নির্ভর করে বেঁচে আছেন—অত্যন্ত করুণ পরিস্থিতির মধ্যে।
এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে শ্রমিকরা ইতিমধ্যেই ভারতীয় দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তাদের পরিবারের চোখের জল মুছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তারা যেন সুস্থ ও সুরক্ষিত থাকে এবং শীঘ্রই দেশে ফিরে আসে।
0 Comments