আরবি–থিওলজি বাদ রেখেই প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল

বেঙ্গল মিরর ডেস্ক: শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছে বহুদিন আগে। কিছুতেই চূড়ান্ত পর্যায়ের ফলাফল প্রকাশ করা হচ্ছে না। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার মাদ্রাসা সার্ভিস কমিশনে ডেপুটেশন দিয়েছেন চাকরিপ্রার্থীরা। এরপর বুধবার প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল। সফলদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশিত হয়েছে।

TBM Graphics 

বুধবার চারটার পরেই কমিশনের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়েছে। কমিশনের সাইটে দেখা গিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম রাজ্যস্তর বাছাই পরীক্ষা (এটি), ২০২৩ এর চূড়ান্ত ফলাফলে বাংলা- (নবম-দশম)–এর জন্য মোট ৯৭ জনকে বেছে নেওয়া হয়েছে। আর ১০ জন আছে অপেক্ষমান তালিকায়। তবে এই বিষয়ে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে ৫জন আছে, তবে এতে ১জন আছে অপেক্ষমান তালিকায়। একইভাবে ইংরাজী- (নবম-দশম)–এর জন্য জেনারেল ৮৮জন, ৯জন অপেক্ষমান, মহিলাদের সংরক্ষিত আসনে ২জন আর ১জন অপেক্ষমান বা ওয়েল লিস্টে আছে।

অন্যদিকে পিজির শিক্ষক হিসাবে বাংলায় অছে ১৮জন, ২জন অপেক্ষমান।জীববিজ্ঞান- (পিজি)–র ১২ জন, ২জন অপেক্ষমান। আর উর্দু মিডিয়ামের জন্য ২ জন আছে তালিকায়। কম্পিউটার অ্যাপ্লিকেশন- (পিজি)–র ৩জন, অপেক্ষমান ১জন, উর্দু মিডিয়ামের জন্য ১ জন। কম্পিউটার সাইন্স (পিজি)–এর জন্য  ৬জন, আর অপেক্ষমান ১জন, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন (পিজি)–র তালিকায় ১জন, অপেক্ষমান ১জন। অর্থনীতি (পিজি)–র মেধা তালিকায় ১জন, অপেক্ষমান ১ জন, উর্দু মিডিয়ামের জন্য ১ জন।  পরিবেশবিদ্যা (পিজি)–র তালিকায় আছে ২জন, অপেক্ষমান ১জন। ইতিহাস- (পিজি)–র মেধা তালিকায় ১৯ জন, অপেক্ষমান ২জন, উর্দু মিডিয়ামের জন্য ৪জন, অপেক্ষমান ১জন। হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং- (পিজি)–র জন্য ৪জন, অপেক্ষমান ১জন।  ইসলামিক ইতিহাস- (পিজি)–র ৭জন, অপেক্ষমান ১জন। পুষ্টিবিজ্ঞান- (পিজি)–র ৪জন, ১জন অপেক্ষমান। সংস্কৃত- (পিজি)–র ২জন, অপেক্ষমান ১জন। দর্শন- (পিজি)–র ১৭ জন, ২জন অপেক্ষমান। সাইকোলজি- (পিজি)–র তালিকায় ১ জন, অপেক্ষমান ১জন। পরিসংখ্যান বা স্ট্যাটাটিস্টিকস (পিজি)–র চূড়ান্ত তালিকায় আছে ১জন।

Post a Comment

0 Comments