কলেজের অধ্যক্ষ নিয়োগে চূড়ান্ত বঞ্চনার অভিযোগ মুসলিমদের, ৮৭-তে মাত্র ১জন!

বেঙ্গল মিরর ডেস্ক: সম্প্রতি যে সমস্ত নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে পিছিয়েপড়া সংখ্যালঘু মুসলিমদের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ। এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে মুসলিম মুসলিম পরিবারের ছেলেমেয়েরা সেভাবে স্থান পায়নি। একইরকম ঘটনা রাজ্য সরকার পোষিত কলেজসমূহের অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রেও। সম্প্রতি প্রকাশিত হয়েছে কলেজ সার্ভিস কমিশনের প্রিন্সিপাল বা অধ্যক্ষ নিয়োগের মেধা তালিকা। শনিবার এই তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে ১৪০ জনকে মেধা তালিকা স্থান দেওয়া হয়েছে। এই মেধা তালিকায় মাত্র তিনজন মুসলিম অধ্যাপক জায়গা পেয়েছেন। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, মেধা তালিকার ক্রম অনুসারে মাত্র একজন অধ্যক্ষ হওয়ার সুযোগ পেতে পারেন। বিভিন্ন কলেজে যে অধ্যক্ষের শূন্যপদ রয়েছে তার সংখ্যা হল ৮৭। এই ৮৭ জনের মধ্যে মাত্র একজন মুসলিম অধ্যক্ষ হওয়ার সুযোগ পেতে পারেন।

প্রতীকী ছবি 

কলেজ সার্ভিস কমিশনের সূত্রে জানা গিয়েছে, এই ১৪০ জনের মেধা তালিকা থেকে সাতাশি জনকে বেছে নেওয়া হবে। এর জন্য কাউন্সেলিং হবে আগামী মাসের ১৩ তারিখ। সেদিন দুই ধাপে ৭০ জন করে অধ্যাপককে ডাকা হবে। মেধা তালিকার ক্রম অনুসারে অধ্যক্ষ হওয়ার সুযোগ পাবেন অধ্যাপকরা। এমনিতেই নতুন ওবিসি ঘোষণা হওয়ার পর থেকে সংখ্যালঘু মুসলিমরা সমস্ত রকম সুযোগ-সুবিধা এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারপর দেখা গেল কলেজে অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও বড় রকমের বঞ্চনা করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুসলিমদের একাংশ। তৃণমূলপন্থী মানুষজন কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি। 

Post a Comment

0 Comments