সাম্মানিকের দাবিতে সরব আন–এডেড মাদ্রাসার শিক্ষকরা

বেঙ্গল মিরর ডেস্ক: আন-এডেড মাদ্রাসার শিক্ষকদের মাসিক সাম্মানিক বা বেতন ও পড়ুয়াদের জন্য মিড ডে মিলের দাবিতে সভা করল অল বাংলা মাদ্রাসা টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার সংগঠনের উদ্যোগে ছাতুবাবু লেনে মহসিন হলে শিক্ষকরা সভা করেন। দাবি করা হয়েছে, ৩৩৮টি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসাগুলোর দ্রুত টিচার্স অ্যাপ্রুভাল সহ বেতন বা সাম্মানিক দিতে হবে। অন্যান্য মাদ্রাসার মতো সদ্য রেকগনাইজড  ৩৩৮টি মাদ্রাসার শিক্ষককে সাম্মানিক ও পড়ুয়াদের সব অধিকার দিতে হবে। এছাড়াও দাবি করা হয়েছে, স্কুল বাড়ি নির্মাণ, দুপুরের আহার, বই, খাতা, পোশাক ইত্যাদি দিতে হবে। রাজ্য সরকারের নানান কাজের প্রশংসাও করেন শিক্ষকরা। 

এ দিনের অনুষ্ঠানে ছিলেন সংগঠনের সম্পাদক মুহাম্মদ সামিউল ইসলাম, সভাপতি মুহাম্মদ সামসুল আরেফিন, কোষাধ্যক্ষ ফিরোজ আলি, সহসম্পাদক মুহাম্মদ আবদুস সাত্তার গোলাদার, সহসভাপতি ইউ আলি। দাবিকে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের মুহাম্মদ কামরুজ্জামান, আলি আকবার।

ছবি নিজস্ব 

অনুষ্ঠানে মুহাম্মদ কামরুজ্জামান বলেন, সরকারের কাছে দাবি তুলছি অবিলম্বে শিক্ষকদের সাম্মানিক দিতে হবে। অন্যান্য মাদ্রাসা বা স্কুলের মতো আন–এডেড মাদ্রাসাগুলির পড়ুয়াদের জন্য মিড ডে মিল, পোশাক, বই, খাতা ইত্যাদির বন্দোবস্ত করতে হবে। আগামীতে বড় আন্দোলন হবে বলেও জানান শিক্ষকরা।

Post a Comment

0 Comments