বেঙ্গল মিরর ডেস্ক: মালদা ও মুর্শিদাবাদ জেলার ভয়াবহ ভাঙন সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে সোমবার সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য জলসম্পদ দফতরে ডেপুটেশন দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়েছে যে গঙ্গা ও পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে লাখো পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বিপুল পরিমাণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে, ফলে চাষিদের জীবিকা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বহু শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়ে নদীতে তলিয়ে গেছে। কিন্তু এত বড় সংকটের মধ্যেও দুর্গত মানুষদের সঠিক পুনর্বাসনের কোনও ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
পার্টির পক্ষ থেকে দাবি করা হয়, অবিলম্বে দুর্গত মানুষদের জন্য ত্রাণ ও যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে দীর্ঘমেয়াদি প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ভয়াবহ ভাঙন রোধ করা যায়।
এসডিপিআই-এর প্রতিনিধিদের সাথে দীর্ঘ আলোচনার পর জলসম্পদ দফতরের সচিব সঞ্জয় কুন্ডু আশ্বাস দেন অতি দ্রুত কার্যকারি পদক্ষেপ গ্রহন করা হবে।
ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, রাজ্য সাধারণ সম্পাদক ড. কামাল বাসিরুজ্জামান, সাংগঠনিক সাধারণ সম্পাদকদ সুমন মণ্ডল, উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মুহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সাধারণ সম্পাদক তাজেমুল হক, সম্পাদক খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম। হাসিবুল ইসলাম সাংবাদিকদের সম্মুখে রাজ্য ও কেন্দ্র সরকারের সমালোচনা করে জানান—কেন্দ্র ও রাজ্য উভয় সরকার নদী ভাঙন নিয়ে রাজনীতি করছে, খেল তামাশার মত বালির বস্তা ও বাশ দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। এসডিপিআই তাদের এই রাজনীতির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে।
0 Comments