বিধানসভায় এসআইআর বিরোধী প্রস্তাব পাসের দাবিতে সভা ও ডেপুটেশন

বেঙ্গল মিরর ডেস্ক: দেশজুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আধার, রেশন-এর মতো গুরুত্বপূর্ণ নথি গ্রহণ করতে চাইছে না নির্বাচন কমিশন। এমন অবস্থায় রাজ্যে যাতে এসআইআর না হয়, সেই মর্মে বিধানসভায় প্রস্তাব পাসের দাবিতে সরব হল বেশকিছু নাগরিক সংগঠন। 

বৃহস্পতিবার বিধানসভার স্পিকারের কাছে প্রতিনিধিমূলক স্মারকলিপি প্রদান করে। আর অন্যদিকে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কলেজ স্ট্রিটে অবস্থান কর্মসূচি ছিল নো-এনআরসি মুভমেন্ট, এপিডিআর, সিএসএ, টিইউসিআই, সংগ্রামী শ্রমিক মঞ্চ, সংগ্রামী কৃষক মঞ্চ, গণঅধিকার মঞ্চ, বাংলার কৃষক শক্তি, ক্রমোরূপান্তর, জনস্বাস্থ্য সুরক্ষা অধিকার মঞ্চ, মজদুর মুক্তি-সহ একাধিক সংগঠনের।



এ নিয়ে জানতে চাওয়া হলে এপিডিআর-এর নেতা আলতাফ আহমেদ জানান, এসআইআর রাজ্যে হবে না তা সরকারকে আশ্বাস দিতে হবে। বিধানসভায় যাতে প্রস্তাব পাস হয়, সেই আর্জি জানিয়ে অধ্যক্ষকে স্মারকলিপি দেওয়া হয়।  বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন চালানো বন্ধ করা, বাংলাদেশি বলে সীমান্তের ওপারে ঠেলে দেওয়ার মতো ঘটনা নিয়েও সরব হবে মানবাধিকার সংগঠনগুলি। ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলেন করতে গিয়ে মুর্শিদাবাদে শত-শত মানুষের নামে ভুয়ো এফআইআর ও গ্রেফতারির বিরুদ্ধেও সরব একাধিক সংগঠন। সরকার মানুষের কথা ভেবে ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন আলতাফ আহমেদ। জানা গিয়েছে কলেজ স্ট্রিটে সভায় বক্তব্য রাখেন কমল শূর, রাহুল চক্রবর্তী, শর্মিষ্ঠা রায়, অর্জুন সেনগুপ্ত, প্রসূন চ্যাটার্জি, সুমিত ঘোষ প্রমুখ। আর সঞ্চালনায় ছিলেন আলতাফ আহমেদ।

Post a Comment

0 Comments