কলকাতাউড ২০২৫-এর দুর্দান্ত সূচনা: পূর্ব ভারতের আসবাব নিয়ে মহোৎসব

বেঙ্গল মিরর ডেস্ক: বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত কলকাতাউড ২০২৫-এর প্রথম দিনটি উৎসাহব্যঞ্জক সূচনার সাক্ষী হল শুক্রবার। পূর্ব ভারতের কাঠ প্রক্রিয়াকরণ, আসবাবপত্র ও ম্যাট্রেস শিল্পের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। নিউরেমবার্গ মেসে ইন্ডিয়া আয়োজিত এই প্রদর্শনী বিশ্বের অন্যতম বৃহৎ কাঠ ও আসবাবপত্র প্রক্রিয়াকরণ প্রযুক্তি মেলা ইন্ডিয়াউড-এর ২৫ বছরের ঐতিহ্যের এক নতুন অধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমডি বন্দনা যাদব। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ শক্তিশালী অবকাঠামো, বাড়তে থাকা বিনিয়োগ এবং দক্ষ কর্মশক্তির মাধ্যমে বিপুল সম্ভাবনা বহন করছে। কাঠ ও আসবাবপত্র বাজারে দৃঢ় চাহিদা এই রাজ্যকে উৎপাদন ও বাণিজ্যের আকর্ষণীয় কেন্দ্র করে তুলছে। কলকাতাউড–এর মতো প্ল্যাটফর্ম বৈশ্বিক উদ্ভাবনকে আমাদের আঞ্চলিক সুযোগের সঙ্গে যুক্ত করবে।”

ছবি: সুমন পাল

অন্যদিকে জার্মান কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল গ্যাব্রিয়েল মানিগ বলেন, “নিউরেমবার্গ মেসের মতো শীর্ষস্থানীয় আয়োজককে কলকাতাউড-এর মাধ্যমে পূর্ব ভারতের বাজারে প্রবেশ করতে দেখে উৎসাহিত বোধ করছি। এটি ইন্দো-জার্মান ব্যবসায়িক সম্পর্ককে আরও মজবুত করবে এবং এখানকার কাঠ ও আসবাব শিল্পকে দ্রুত বিকাশে সহায়তা করবে। "

প্রসঙ্গত, কলকাতাউড ২০২৫–এ ১৫০-রও বেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক উপকরণ, নতুন ডিজাইন সমাধান এবং পরবর্তী প্রজন্মের ম্যাট্রেস প্রযুক্তি প্রদর্শন করছে। লাইভ ডেমো, বি২বি মিটিং এবং স্কিল উন্নয়ন কর্মশালার মাধ্যমে নির্মাতা, স’মিল মালিক, স্থপতি এবং ডিজাইনাররা নতুন সুযোগ ও সহযোগিতা খুঁজে পাচ্ছেন। এই প্রদর্শনী এমন সময়ে এসেছে যখন রিয়েল এস্টেটের বৃদ্ধি, বাড়তি আয় এবং দ্রুত নগরায়ন আধুনিক আবাসন, আরামদায়ক আসবাবপত্র এবং উচ্চমানের লাইফস্টাইল পণ্যের চাহিদা বাড়িয়ে তুলছে। আগামী রবিবার পর্যন্ত চলবে মেলা। 

Post a Comment

0 Comments