জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির দাবিতে মালদায় ডেপুটেশন বাংলা পক্ষর

বেঙ্গল মিরর ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার বিভিন্ন এলাকার স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক পরিকাঠামোগত উন্নতির দাবিতে মালদা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে মালদা জেলা বাংলা পক্ষর তরফে ডেপুটেশ দেওয়া হয়। সংগঠনের দাবিগুলোর মধ্যে ছিল- ১. হরিশচন্দ্রপুরের ইসলামপুরে হাসপাতাল নির্মাণ। ২. কলিয়াচক ৩ এর গোলাপগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রকে গ্রামীণ হাসপাতালে উন্নীতকরন। ৩. কালিয়াচক সিলামপুর হাসপাতালে সিজারিয়ান ডেলিভারি পরিষেবা চালু করা।


জানা গিয়েছে, জেলা স্বাস্থ্য আধিকারিক দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন। তিনি আমাদের জানান, হরিশ্চন্দ্রপুরের ইসলামপুরে হাসপাতাল তৈরির দাবি ন্যায্য। তিনি এই দাবিকে বাস্তবায়িত করানোর জন্য কিছু পদ্ধতি আন্দোলনকারীদের জানান। বাংলা পক্ষ পরবর্তী পদক্ষেপ নিবে এই দাবি বাস্তবায়িত করার জন্য।

কালিয়াচক সিলামপুর হাসপাতালে সিজারিয়ান ডেলিভারি পরিষেবা চালু করা নিয়ে অজ্ঞানের ডাক্তার ( এনেস্থেসিওলজিস্ট ) অভাব আছে , অতিশীঘ্রই সেটা পূর্ণ করা হবে।গোলাপগঞ্জ গ্রামীণ হসপিটাল করানো একটু দীর্ঘ প্রসেস তাই সময় লাগবে। আপাতত গোলাপগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের জন্য চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার এবং আয়ুর্বেদিক চিকিৎসার বন্দোবস্ত করা হবে। 

Post a Comment

0 Comments