ঝাড়খণ্ডে আক্রান্ত পরিযায়ী শ্রমিক, সাহায্যের হাত বাড়াল তৌহিদী জনতা

বেঙ্গল মিরর ডেস্ক: বিভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিক। তাদের কাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে কিছুটা সক্রিয় হয়েছিল রাজ্য প্রশাসন। এরই মধ্যে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ঝাড়খণ্ডে বাংলার শ্রমিকদের উপর নির্যাতনের ঘটনা সামনে এসেছে।  ঝাড়খণ্ডের টাটানগর স্টেশনে আক্রান্ত হন উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার ধুলোপাড়া গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক তফসিল জমাদার ও মুরালি নস্কর।

আক্রান্ত শ্রমিক পরিবারের সঙ্গে কথা বলছেন নেতৃত্ব

 জানা গিয়েছে, কাজের উদ্দ্যেশ্যে বাংলার শ্রমিকরা শনিবার রাত প্রায় ১০টার সময় ট্রেন থেকে নামলে আরএসএস–গেরুয়া বাহিনীর একদল সদস্য তাদের ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করে। শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি দাগিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। মুরালি নস্করের গলায় গুরুতর আঘাত লাগে, বুকে ছুরি বিধে ফুসফুস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে অল ইন্ডিয়া তৌহিদী জনতা। সংগঠনের একটি প্রতিনিধিদল ধুলোপাড়া গ্রামে গিয়ে আক্রান্ত শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। চিকিৎসার জন্য তৌহিদী জনতা সংগঠন কিছু অর্থ সাহায্য করেছে সোমবার। অল ইন্ডিয়া তৌহিদী জনতার সম্পাদক মাওলানা হাসিবুর রহমান ইনসাফ ও সরকারের কাছে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান। এ দিনের প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা চেয়ারম্যান হাজি সারফরাজ, হাওড়ার সম্পাদক আল্লারাখা, মেটিয়াবুরুজ ইউনিটের সালমান শাহ প্রমুখ। সংগঠনের চেয়ারম্যান সাইফুল ইসলাম ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত হন। 

Post a Comment

0 Comments