আলিয়া: উপাচার্যর অফিসের সামনেই ছাত্রকে মারধরের অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে

বেঙ্গল মিরর ডেস্ক, কলকাতা, ২৭ আগস্ট: বুধবার দুপুরে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের ঠিক বাইরে এক ছাত্রকে মারধরের অভিযোগ সামনে এসেছে। জানা গিয়েছে, আক্রান্ত সেই ছাত্রের নাম মুহাম্মদ ইরফান সাদিক, যিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে তুলে ধরেন। তিনি তার অভিযোগপত্রে জানান, আনুমানিক ৩টা ১০ মিনিট নাগাদ উপাচার্যের কক্ষের সামনে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রায় ২৫-৩০ জন ছাত্র তাকে আক্রমণ করে।

লিখিত অভিযোগে ইরফান জানান, হামলাকারীরা তার গলা ও বুকে সজোরে ধাক্কা দেয়, তার পাঞ্জাবির বোতাম ছিঁড়ে ফেলে এবং জুনিয়র ছাত্রদের সহায়তায় তাকে আঘাত করে। অভিযোগ অনুযায়ী, প্রায় ১০ জন হামলাকারী তাকে জোর করে লিফটের ভিতরে ঢুকিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং মুখে চাপ দিয়ে মারধর ও হুমকি দিতে থাকে। সাদিক বলেন, হামলাকারীরা তাকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে, “তোকে মেরে ফেললে কেউ কিছুই করতে পারবে না।”

ফাইল ছবি 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরফান সাদিক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি তার অভিযোগে স্পষ্ট করে বলেন যে, তিনি কখনোই কোনো ছাত্রকে হুমকি দেননি বা আক্রমণ করেননি। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভিন্ন মতাদর্শের কারণে সহিংসতা বা শত্রুতা দেখানো উচিত নয়।

সাদিক তার অভিযোগে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করে বলেন, উপাচার্যের কক্ষের সামনে এমন ভয়াবহ আক্রমণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশের মূল চেতনাকে আঘাত করেছে। তিনি জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ, যথাযথ জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনা ক্যাম্পাসের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তৃণমূলের তরফেও বিবৃতি দেওয়া হয়নি। 

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন নেই। সংখ্যালঘু প্রতিষ্ঠান হওয়ায় বেশকিছু নিয়মকানুন মেনে চলতে হয় পড়ুয়াদের। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ তা মেনে চলে না বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর বিরুদ্ধে অভিযোগ, কিছুদিন আগে ওয়াকফ আইন নিয়ে আলোচনাসভার অনুমতি প্রত্যাখান করা হয়েছিল কিন্তু মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের নেতারা অডিটোরিয়ামে সভা করেছে। সামান্য পদের লোভে শিক্ষকদের কয়েকজন তৃণমূলের হয়ে 'চামচাগিরি' করছে বলেও ফেসবুকে অনেকেই লেখালেখি করছে। ইরফান ফেসবুকে লেখেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ে ওয়াকফসহ বিভিন্ন প্রোগ্রামে উপাচার্যর বাধা কিন্তু অনায়াসে ভিসি রেজিস্ট্রারের অনুমোদনে ক্লাস চলাকালীন সময়ে চলছে ছাত্র ছাত্রীদের নিয়ে রাজনীতিক দল টিএমসির প্রোগ্রাম..অধিকাংশ শিক্ষকদের পূর্ণ প্রত্যক্ষ এবং মৌন সমর্থনে হচ্ছে...। 

Post a Comment

0 Comments