প্রাথমিক উন্নয়ন শিক্ষা পর্ষদের তরফে উস্থি হাইস্কুলে সংবর্ধনা অনুষ্ঠান

বেঙ্গল মিরর ডেস্ক: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে উস্থি হাইস্কুলে এক সংবর্ধনা সভা হয়। উক্ত অনুষ্ঠানে উস্তি ব্লকের ৫০ টিরও বেশি প্রাথমিক স্কুলে প্রাথমিক উন্নয়নশিক্ষা পর্ষদের তরফ থেকে নেওয়া বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপকদের বই, স্মারক এবং সার্টিফিকেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকরা জানান, সংবর্ধনা দেওয়ার মূল উদ্দেশ্য হল জনসমাজের মধ্যে সরকারি প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও জনপ্রিয় করে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা

এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক সংগীত ও নৃত্য এবং আবৃতি প্রতিযোগিতার মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিকচর্চা পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন সরিষা হাইস্কুলের প্রাক্তন শিক্ষক এবং বর্তমানে মালঞ্চ মিশনের প্রাণপুরুষ আবদুর রউফ বৈদ্য। তিনি সরকারি শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা কথা এবং শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ নৈতিকতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ব্যয়বহুল বেসরকারি শিক্ষা ব্যবস্থার নানান অসুবিধে এবং দরিদ্র সমাজের পক্ষে তা বহন করা সম্ভব নয় বলে তিনি সমালোচনা করেন। অবৈতনিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে এই অনুষ্ঠানের অন্যতম অতিথি  আশুতোষ কলেজে অধ্যাপক আমিনুদ্দিন শেখ শিক্ষা জনগণের সাংবিধানিক অধিকার এবং তা রাজ্য এবং কেন্দ্র সরকারের দ্বারা ব্যয়বহন না করে বেসরকারি হাতে তুলে দেওয়ার সমালোচনা করেন। কিন্তু বর্তমান সরকার এবং বিগত সরকারগুলিও শিক্ষা ও স্বাস্থ্য ব্যাপারে সরকারি দায়িত্ব পালনে ক্রমশ অনিহা, শিক্ষক নিয়োগে নানারকম সংকট, শিক্ষায় বেসামিকরণ এবং বাণিজ্যিকরণের ফলে জনসাধারণের উপর কুপ্রভাব সম্পর্কে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন। 

এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাইমারি স্কুল ও হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা ও বেশ কয়েকজন প্রধানশিক্ষক। তারা তাদের আলোচনা প্রাইমারি এবং হাইস্কুল শিক্ষা ব্যবস্থা বর্তমান নানান সমস্যা এবং ভবিষ্যৎ করণীয়, সে বিষয়ে সুবিন্যস্ত মতামত তুলে ধরেন। 

Post a Comment

0 Comments