বেঙ্গল মিরর ডেস্ক: বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের মুখে পড়তে হচ্ছে। এই ধরনের ঘটনা দিনের পর দিন বাড়ছে। এরই মধ্যে পড়শি রাজ্য ওড়িশায় কথাকথিত হিন্দুত্ববাদীদের হাতে এক মুসলিম যুবকের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। নিছক ঘটনা নাকি ভাষা বা ধর্মীয় পরিচয়ের জন্য এটা হয়েছে তা স্পষ্ট নয়। যদিও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে আন্দোলনের মুখ সমাজকর্মী ওমর আওয়াইস সরাসরি হিন্দুত্ববাদীদের আক্রমণের কথা বলেছেন।
বুধবার রাতে তিনি ফেসবুকে লিখেছেন, "দুঃখজনকভাবে খবর পাওয়া গেছে যে শেখ মুস্তফা, পশ্চিম মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত শীতলপুর গ্রামের বাসিন্দা, ওড়শায় হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হয়েছেন।"
![]() |
তিনি আরও বলেন, "প্রতিবেদন অনুযায়ী, তিনি তাঁর এক সঙ্গীকে স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিলেন এবং তাঁদের মধ্যে বাংলা ভাষায় কথা হচ্ছিল। ঠিক সেই সময় কয়েকজন গেরুয়া পোশাকধারী দুষ্কৃতী তাঁদের উপর আক্রমণ চালায় এবং নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। এই ঘটনা শুধুমাত্র একজন মানুষের উপর আক্রমণ নয়, বরং ভাষা ও পরিচয়ের ভিত্তিতে সংঘটিত এক জঘন্য অপরাধ, যা ভারতের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। ভারতের সংবিধান দেশের প্রতিটি নাগরিককে অধিকার দিয়েছে দেশের যেকোনো প্রান্তে বসবাস, কাজ এবং মর্যাদার সাথে জীবনযাপন করার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রদায়িক ও পক্ষপাতদুষ্ট গোষ্ঠী এই মৌলিক অধিকারকে পিষে ফেলার অপচেষ্টা চালাচ্ছে।
আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করছি এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে জোরালো আবেদন জানাচ্ছি, যাতে ওড়িশাসহ অন্যান্য রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।"
প্রসঙ্গত, পুলিশ তদন্ত করে সত্য সামনে আনবে বলেই আশা প্রকাশ করেন নেটিজেনরা।
0 Comments