আসিফ রেজা আনসারী
সম্প্রতি হরিয়ানার রাজ্যপাল হয়েছেন বাংলার বাসিন্দা অধ্যাপক অসীম কুমার ঘোষ। এবার তাঁর কাছেই বাংলার শ্রমিক তথা বাংলাভাষীদের নির্যাতন বন্ধের আর্জি জানাল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক চিঠিতে বলেন, ‘অতি সম্প্রতি হরিয়ানার পানিপথ-সহ আরও বেশ কিছু জায়গায় পশ্চিমবঙ্গ নিবাসী বাংলা ভাষাভাষী মানুষ ও পরিযায়ী শ্রমিকদের উপর প্রশাসনের পক্ষ থেকে নিগ্রহের ও হেনস্তার ঘটনা সামনে এসেছে। তারই প্রেক্ষিতে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আপনাকে এই চিঠি লিখছি।’
কংগ্রেস নেতা আরও বলেন, ‘বাংলা ভাষাভাষী মানুষ মানেই তাঁকে ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা অভ্যন্ত বিপজ্জনক সংকেত। বহু ভাষাভাষীর দেশ আমাদের এই ভারতবর্ষ। ভারতবর্ষের পবিত্র সংবিধান সেই বহুত্ববাদী ধারণাকেই স্বীকৃতি দেয়। সেখানে দাঁড়িয়ে এদেশের বাংলা ভাষাভাষী মানুষদের উপর বেছে বেছে আক্রমণ আদপে আমাদের পবিত্র সংবিধানের উপর আক্রমণ বলে আমরা মনে করি। আপনি হরিয়ানা রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন, এ আশা আমরা রাখি।’
প্রদেশ কংগ্রেস মনে করে, হরিয়ানায় বাংলা ভাষাভাষীদের জীবন-জীবিকা ও সুরক্ষার বিষয়টি সমানভাবে উদ্বেগের বিষয়। রাজ্যপাল সে বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশা ব্যক্ত করেন শুভঙ্কর সরকার। চিঠিতে উল্লেখ করা হয়েছে, হরিয়ানার মহামহিম রাজ্যপালের পাশাপাশি অসীম কুমার ঘোষ নিজেও একজন বাঙালি। বাংলা ভাষার এবং বাঙালির সম্মান রক্ষায় তাঁর প্রয়োজনীয় পদক্ষেপের দিকে তাকিয়ে কংগ্রেস।
0 Comments