নদী ভাঙন পরিদর্শন করে সবহারাদের ক্ষতিপূরণের দাবি তুলল এসডিপিআই

সাবির আলি, মুর্শিদাবাদ: শনিবার মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে সামসেরগঞ্জ পর্যন্ত নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া বা এসডিপিআইয়ের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক ডা. কামাল বাসিরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদক মোঃ তাজেমুল হক, লালগোলা বিধানসভা সভাপতি আবুল কাসেম, সামসেরগঞ্জ বিধানসভা সভাপতি আলাউদ্দিন সেখ, সম্পাদক নুরুল ইসলাম ও স্থানীয় নেতৃত্ব। এ দিন প্রতিনিধিদল ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ও বাস্তব পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন। এর পরেই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম ঘোষণা করেন, নদী ভাঙনের স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের দাবিতে আগামী এক মাসের মধ্যে কলকাতায় ধরনা কর্মসূচি গ্রহণ করবে এসডিপিআই। তিনি আরও জানান, দাবি না মানা হলে পরবর্তী ধাপে দিল্লিতে গিয়ে আন্দোলনে নামবে দল।

স্থানীয়দের সঙ্গে ্এসডিপিআ্ই নেতারা

হাকিকুল ইসলাম অভিযোগ করেন, “মুর্শিদাবাদ জেলায় নদী ভাঙন দীর্ঘদিনের সমস্যা হলেও কংগ্রেস, সিপিআইএম কিংবা তৃণমূল— কোনও দলই আজ পর্যন্ত এর স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি। ২০২৪ সালের ৭ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এসডিপিআই-এর সংগঠিত পদযাত্রার চাপে পড়ে তৃণমূলের কয়েকজন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। কেন্দ্রীয় প্রতিনিধিরা এলেও, কেবল ছবি তুলে ও দুঃখপ্রকাশ করেই চলে গেছেন। এরপরও সমস্যার কোনো সুরাহা হয়নি। আবারও নদী ভাঙন ভয়াবহ রূপ নিচ্ছে, অথচ রাজ্য বা কেন্দ্র— কোনো সরকারেরই তাতে ভ্রুক্ষেপ নেই। ধর্মের রাজনীতি করতে তারা ব্যস্ত।''

Post a Comment

0 Comments