দুর্গাপুরে মুসলিমদের নির্যাতন: মূলপাণ্ডা পারিজাতের গ্রেফতারির দাবি

সন্দীপ দাস, আসানসোল: গত বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের জেমুয়া গ্রামের কয়েকজন গোরু ব্যবসায়ীকে নৃশংসভাবে আক্রমণ ও আঘাত করার অভিযোগ সামনে আসে। এই ঘটনায় মূলপান্ডা পারিজাতের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাল এসডিপিআই। মঙ্গলবার সংগঠনের জাতীয় সম্পাদক তায়েদুল ইসলাম এই দাবিতে সরব হন। এ দিন জেমুয়া গ্রামে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে আসেন তিনি। সাতজনের এক প্রতিনিধিদল নির্যাতিতদের সঙ্গে দেখা করেন।

অআক্রান্তদের সঙ্গে কথা বলছেন এসডিপিআই-এর প্রতিনিধিদল।

এসডিপিআই নেতা তায়েদুল ইসলাম বলেন, আক্রান্তরা দীর্ঘদিনের ছোট গোরু ব্যবসায়ী। তাদের দু’তিন ঘণ্টা ধরে নিষ্ঠুরভাবে মারা হয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা হয়। সামান্য দূরে থানা অথচ পুলিশের কোনও ভূমিকা দেখা যায়নি। গুন্ডারা নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করে নেয়। পুলিশ এখনও সে টাকা উদ্ধার করে দেয়নি। এইসব ঘটনার আমরা প্রতিবাদ জানাচ্ছি। মূল আসামী পারিজাতকে এখনও গ্রেফতার করতে হবে। এ দিনের প্রতিনিধিদলে ছিলেন রাজ্য কমিটির সম্পাদক মাসুদুল ইসলাম, স্থানীয় নেতৃত্ব জাভেদ বারকি, সেখ আসিফ, সেখ জাকির। নির্যাতিতদের সঙ্গে কথা বলার পর কোকওভেন থানায় যান এসডিপিআই-এর প্রতিনিধিদল। তারা জানান, আইন মেনে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি দেন থানার আইসি মুহাম্মদ মাইনুল হক। প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে বড় আন্দোলনের হুমকিও দেন এসডিপিআই-এর প্রতিনিধিদল।

Post a Comment

0 Comments