বেঙ্গল মিরর ডেস্ক: ডাক্তারবাবু নিজে কৃষক পরিবারের সন্তান, তাই গরিব অসহায় মানুষের কষ্ট বোঝেন। সেই থেকে বিশেষ উদ্যোগ নিলেন ডা. মুহাম্মদ মিসবাউদ্দিন। শুক্রবার বারাসাত ৫ নম্বর প্লাটফর্মের পাশে চালু করলেন বিশেষ চেম্বার।
![]() |
রোগী দেখছেন ডা. মুহাম্মদ মিসবাউদ্দিন। |
তিনি জানান, আমি বসিরহাটের প্রত্যন্ত গ্রামের ছেলে। আব্বা প্রাথমিক বিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষক ছিলেন। চাষবাস করে আমাকে ডাক্তার করেছেন। তাই সাধারণ মানুষকে পরিষেবা দিতে সুন্দরবন এলাকায় তিনটি ক্লিনিক চালু করেছি। নতুন করে বারাসাত ৫ নম্বর প্লাটফর্মের পাশে নয়া চেম্বার চালু করলাম। সাধারণ মানুষকে বিনা পয়সায় চোখের চিকিৎসা পরিষেবা দেব। মাত্র ৯৯ টাকায় চশমা, প্রগ্রেসিভ লেন্স নিতে হলে ৪৯৯ টাকা খরচ পড়বে।
0 Comments