বেঙ্গল মিরর, টিটাগড়, ১৬ আগস্ট: তিরঙ্গার মর্যাদা রক্ষার উদ্দেশ্যে পাহচান ফাউন্ডেশন টিটাগড় ও আশেপাশের এলাকায় জাতীয় পতাকা সংগ্রহ অভিযান পরিচালনা করে। এই উদ্যোগে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় মানুষজন সক্রিয়ভাবে অংশ নেন। দলটি স্বাধীনতা দিবস উদযাপনের পর রাস্তায়, নালায় ও আবর্জনার ডাস্টবিনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক ও কাগজের পতাকা সংগ্রহ করে।
পড়ে থাকা জাতীয় পতাকা সংগ্রহ করছেন এক স্বেচ্ছাসেবক |
এই উপলক্ষে ফাউন্ডেশন দেশবাসীর প্রতি আহ্বান জানায় যে প্রতি বছর ১৬ই আগস্ট এ ধরনের উদ্যোগে সামিল হয়ে জাতীয় পতাকাকে সম্মানের সঙ্গে সংগ্রহ ও যথাযথভাবে সংরক্ষণ বা অপসারণ করা হোক। সংস্থার মতে, এই ধরনের সম্মিলিত দায়িত্বশীলতা কেবল পতাকার সম্মান রক্ষা করবে না, বরং পরিচ্ছন্ন পরিবেশ গড়তেও সহায়ক হবে।স্বেচ্ছাসেবকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশন সমাজকে আহ্বান জানায় যেন সারা বছর জাতীয় পতাকাকে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে রাখা হয়।
0 Comments