বেঙ্গল মিরর ডেস্ক: ক্যানসার মানেই মানুষের মনে ভয় তৈরি হয়। কিন্তু শহর কলকাতাতেও আজকাল সমন্বিত ও আধুনিক চিকিৎসা হচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্যানসারের বিরুদ্ধে লড়াই চলছে। এমন অবস্থায় বিশেষভাবে এগিয়ে এলো ঢাকুরিয়ার মণিপাল হাসপাতাল। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে হাসপাতালটি ঘোষণা করেছে যে, আধুনিক অবকাঠামো ও সমন্বিত ক্যানসার চিকিৎসা চালু করা হল। অঙ্কোলজি পরিষেবার পাশাপাশি ক্যানসার রোগীদের জন্য বিনামূল্যে সেকেন্ড ওপিনিয়ন দেওয়া হবে। একবার ক্যানসার ধরা পড়লেই অনেকেই অপারেশন বা অন্যান্য পদ্ধতিতে যান। তার আগে দ্বিতীয়বার খতিয়ে দেখা খুবই দরকার। অনেকে টাকার কথা ভেবে আর সাতপাঁচ ভাবেন না। তাই মানুষের কথা ভেবেই এমন পরিষেবা চালু করল মণিপাল। এ দিনের অনুষ্ঠানে ছিলেন সিনিয়র চিকিৎসক ডা. শুভায়ু বন্দ্যোপাধ্যায়,ডা. বাস্তব ঘোষ, ডা. সাগ্নিক রায়, ডা. তন্ময় কুমার মণ্ডল, ডা. আশুতোষ দাগা প্রমুখ।
![]() |
সাংবাদিক সম্মেলন টিম মণিপাল হাসপাতাল |
এই সাংবাদিক সম্মেলনে ড. সুভায়ু বন্দ্যোপাধ্যায় বলেন, ক্যানসারের চিকিৎসায় মণিপাল হাসপাতাল নিঃসন্দেহে যুগান্তকারী অবদান রাখছে। আর তার ফলে সাধারণ মানুষের কাছে ভরসাযোগ্য স্বাস্থ্যপ্রতিষ্ঠান মণিপাল হাসপাতাল। মানুষকে ন্যায্যমূল্যে উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিতে দায়বদ্ধ। আজকের এই অনুষ্ঠান মানুষের আস্থা এবং আমাদের উন্নত চিকিৎসা পরিষেবার এক সুন্দর উদযাপন। একইভাবে হাসপাতালের সেকেন্ড ওপিনিয়ন পদ্ধতির বিষয়ে আলোকপাত করেন হাসপাতালের পরিচালক দিলীপ কুমার রায়।
0 Comments