আসিফ রেজা আনসারী
কার্ডিয়াক কেয়ারে এক বিরল সাফল্য অর্জন করল মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস। বিহারের পাটনার ৭৬ বছর বয়সী রোগী বিপিন পোদ্দার, যিনি প্রায় এক দশক ধরে অসম্পূর্ণ লিড অপসারণ জনিত পেসমেকার সংক্রমণে ভুগছিলেন। তার সফল চিকিৎসা করলেন মণিপাল হাসপাতালের ইএম বাইপাস শাখার ক্যাথল্যাব ডিরেক্টর, হার্ট বিশেষজ্ঞ ডা. দিলীপ কুমার। জানা গিয়েছে, ২০১৫ সালে পাটনার এক বেসরকারি হাসপাতালে প্রথমে ডানদিকে পেসমেকার প্রতিস্থাপন করা হয় বিপিন পোদ্দারের। ২০১৮ সালে তা সরিয়ে বামদিকে পুনঃপ্রতিস্থাপন করা হলেও ডানদিকের পুরনো লিড সম্পূর্ণভাবে অপসারণ করা হয়নি। বরং সেটি কেটে ভেতরে রেখে দেওয়া হয়, যার ফলে ধীরে ধীরে একটি সাব-অ্যাকিউট সংক্রমণ তৈরি হয়। ২০২১-২২ সালে আরেকটি অস্ত্রোপচার করা হলেও সমস্যা সমাধান হয়নি এবং তিনমাসেরও বেশি সময় ধরে রোগীর উচ্চমাত্রায় জ্বর চলতে থাকে। সেই রোগীকেই সুস্থ করা হয়েছে।
![]() |
সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট চিকিৎসকরা। |
এ নিয়ে ডা. দিলীপ কুমার বলেন, “কার্ডিয়াক ইমপ্লান্টেবল ইলেকট্রনিক ডিভাইস হৃদযন্ত্রের রিদমজনিত সমস্যার চিকিৎসায় বিপ্লব এনেছে, কিন্তু সংক্রমণ হলে এবং বিশেষ করে লিড সম্পূর্ণ না সরানো হলে তা জীবনহানির ঝুঁকি বাড়ায়। বিপিন পোদ্দারের ক্ষেত্রে প্রায় ১০ বছর সমস্যা চলছিল। আমাদের দল নিখুঁত পরিকল্পনার মাধ্যমে সংক্রমিত লিড সরিয়ে রোগীর হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রেখেছে। এমন ক্ষেত্রে লিডলেস পেসমেকার প্রচলিত ডিভাইসের তুলনায় অনেক বেশি নিরাপদ বিকল্প।”
মণিপাল হাসপাতালের পূর্ব ভারতের রিজিওনাল চিফ অপারেটিং অফিসার ডা. অয়নাভ দেবগুপ্ত বলেন, “এত জটিল একটি কেস সফলভাবে সম্পন্ন করা আমাদের কার্ডিয়াক কেয়ারের উৎকর্ষ ও বিশেষজ্ঞতার প্রমাণ।
0 Comments