বেঙ্গল মিরর ডেস্ক: কলকাতার কসবা ল' কলেজে ধর্ষণের ঘটনায় অবশেষে জমা পড়ল চার্জশিট। তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় ৬০০ পাতারও বেশি নথির চার্জশিট জমা পড়েছে। জানা গেছে, চার্জশিটে ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ডের তথ্য রয়েছে। আর ৬৫৮ পাতার এই চার্জশিটে মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁরা হলেন মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ, প্রমিত মুখোপাধ্যায় সহ কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।
![]() |
প্রতীকী ছবি। |
জানা গিয়েছে, কিছুদিন আগেই গুরুত্বপূর্ণ ফরেনসিক নমুনা, ডিজিটাল তথ্য এবং কয়েকজন সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে তদন্তকারী দল। দেখা গেল তারপরই চার্জশিট জমা পড়ল।
উল্লেখ্য, গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওই কলেজেরই প্রাক্তনী মনোজিৎ মিশ্র এবং দুই বর্তমান পড়ুয়া জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করা হয়। ধৃত মনোজিৎ শাসকদলের প্রভাবশালী ছাত্রনেতা বলেই পরিচিত ছিল কলেজে। অন্যদিকে, জইব ও প্রমিত ছিল তাঁর শাগরেদ। গ্রেফতার করা হয় কলেজের নিরাপত্তারক্ষীকেও। নির্যাতিতার অভিযোগ ছিল, মনোজিতের কথাতেই কলেজের মেন গেট বন্ধ করে দিয়েছিলেন তিনি।এখন বিচার শুরুর অপেক্ষা।
0 Comments