যেখানে শিল্প মেলে অন্তর্দেহের শান্তির সাথে: কলকাতায় জৈনদের বিশেষ কর্মসূচি

বেঙ্গল মিরর ডেস্ক: সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র কলকাতা এবার সাক্ষী এক অনন্য আয়োজনের। শান্ত পরিবেশে পরশধামে শুরু হয়েছে হৃদয় ছুঁয়ে যাওয়া আধ্যাত্মিক প্রদর্শনী— “ ইন্দ্রিয়ের সারমর্ম: যেখানে ইন্দ্রিয়গুলি প্রশান্তির সাথে মিলিত হয়”। এটি শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, বরং অন্তর্মুখী যাত্রার এক নিবিড় অভিজ্ঞতা।আয়োজকরা বলেন, রাষ্ট্রসন্ত পরম গুরুদেব শ্রী নাম্রমুনি মহারাজ সাহেবের ঈশ্বরপ্রদত্ত প্রেরণা ও আশীর্বাদে এবং পরম দিব্যতাজী মহাসতিজীর সান্নিধ্যে এই প্রদর্শনী দর্শনার্থীদের আহ্বান জানাচ্ছে—পাঁচ ইন্দ্রিয়, মন ও আধ্যাত্মিক চেতনার গভীর সংযোগ আবিষ্কারের পথে।তারা আরও বলেন, এটি কেবল শিল্প প্রদর্শনী নয় বরং এক অভিজ্ঞতামূলক আধ্যাত্মিক যাত্রা—অন্তর্সচেতনতার উদযাপন ও মুক্তির আহ্বান। প্রদর্শনী তুলে ধরে নিয়ন্ত্রিত না থাকলে ইন্দ্রিয় আমাদের জড়িয়ে রাখে জগতের মোহে, কিন্তু জাগ্রত হলে তারাই আমাদের নিয়ে যায় স্বচ্ছতা, শান্তি ও আত্ম-অনুভূতির পথে।


উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল ১৯ আগস্ট, ২০২৫-এ, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি যেমন শ্রীমতী উষা বেন আভালানি পাইভার, শ্রী কিরণ বেন প্রদীপ ভাই বেলাওয়ালা এবং মাতুশ্রী জয়াবেন জয়ন্তিলাল আজমেরা হাসতে প্রীতিবেন হর্ষদ আজমেরা। এছাড়াও উপস্থিত ছিলেন যোগেশ জি কানকারিয়া, প্রদীপ বেলাওয়ালা, বুলবুল শাহ, রূপচন্দগি সাওয়ানসুলা, রবীন্দ্র ভাগানি, চন্দ্রেশ মেঘানি, অশোক তুরাখিয়া, অশোক বাসানি, ঋষভ সি. কোঠারি, দিনেশ ঠাক্কার ও রুচিকা গুপ্তা সহ প্রায় ৬০ জন বিশিষ্ট প্রতিনিধি, যা প্রদর্শনীকে আরও সমৃদ্ধ করেছে আধ্যাত্মিকতা ও সংস্কৃতির গরিমায়।

‘এসেন্স অফ সেন্সেস’ এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত—এক নিমন্ত্রণ, একটু থামো, ভাবো, আর নিজের ভেতরের সত্তার সাথে আবার সংযুক্ত হও বার্তা দিচ্ছে।জাত–ধর্ম কোনও বিচার নেই যে কেউ এখানে আসতে পারে।

Post a Comment

0 Comments