বেঙ্গল মিরর ডেস্ক: প্রত্যেক বছর বাবরি মসজিদ ধ্বংসের দিনে সংহতি দিবস পালন করে বামেরা। এবারও কলকাতায় হল মিছিল। একইসঙ্গে পথে নামে কংগ্রেস। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের এক রায়ে সেখানে মন্দির তৈরি করা হয়েছে। বাবরি মসজিদ ধ্বংস করার এই দিনটিকে স্মরণ করেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনমানুষে প্রচার এবং দেশের গণতন্ত্র, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধকে আরও মজবুত করার আর্জি জানানো হয়।
![]() |
| প্রদেশ কংগ্রেসের মিছিল |
এ দিন বিকালে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে একটি বিশাল মিছিল শুরু হয় এবং রাজাবাজার পর্যন্ত যায় সেই মিছিল। তারপর সেখানেই একটি সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখা ও মিছিলে অংশগ্রহণ করেন সিপিএমের মুহাম্মদ সেলিম, বিমান বসু, কল্লোল মজুমদার, ফরওয়ার্ড ব্লকের নরেন চ্যাটার্জি, আরএসপি-র মনোজ ভট্টাচার্য, সিপিআই, সিপিআইএমএল-লিবারেশের নেতৃত্ব।
![]() |
| বামপন্থীদের মিছিল |
অন্যদিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফেও মিছিল হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে রবিবার দুপুরে ধর্মতলা টিপু সুলতান মসজিদের সামনে থেকে সিআর অ্যাভিনিউয়ের রামমন্দির পর্যন্ত সম্প্রীতি ও সৌহার্দ্য পদযাত্রা হয়। ছিলেন সাবেক সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, রাজ্যনেতা আশুতোষ চ্যাটার্জি, আসফাক আহমেদ, মায়া ঘোষ প্রমুখ।


0 Comments